দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির তৃতীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি হয়েছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ২১ ব্যাচের শিক্ষার্থী মো ইমন মাহাবুব ইমু এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ২১ ব্যাচের শিক্ষার্থী শুভ্রদেব শুভ ।
শনিবার ( ৮ নভেম্বর) এ কমিটির অনুমোদন দেন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ড. মো. শাহাদৎ হোসেন খান।
সাধারণ সম্পাদক শুভ্রদেব শুভ বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ‘টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি -হাবিপ্রবি ‘ এর সকল উপদেষ্টা এবং সিনিয়রদের প্রতি যারা আমার উপর পূর্ণ আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।
আপনাদের এই পূর্ণ বিশ্বাস এবং আস্থার প্রতি সম্মান রেখে সকলের যথাযথ সহযোগিতায় জেলা সমিতি’কে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রয়াস।
আমার বিশ্বাস আমাদের এই জেলা সমিতির সকল সদস্য যথাযথ সহযোগিতাপূর্বক জেলা সমিতির উন্নয়ন এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। ”
নতুন এ কমিটির সভাপতি ইমন মাহাবুব ইমু বলেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাকে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দান করার জন্য। জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক গভীর দায়িত্বের প্রতীক যা আমি নিষ্ঠা ,আন্তরিকতা এবং নিঃস্বার্থ নিয়ে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয়। এটি আমাদের সকলের পরিশ্রম, ঐক্য ও পারস্পরিক ভালোবাসার ফল।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার সিনিয়র, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁদের আস্থা ও সমর্থন আমাকে এই স্থানে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আমাদের সংগঠন আরও সংগঠিত, গতিশীল ও আদর্শভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হবে।
জেলা কমিটির সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি — আমাদের সদস্যদের কল্যাণ, ঐক্য ও সেবার মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।





















