পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে ‘ক্রীড়া সংঘ’ আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আটটায় কবি নজরুল সরকারি কলেজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট উদ্বোধন করেছেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম।
এসময় উপস্থিত ছিলেন, কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, কবি নজরুল কলেজ ক্রীড়া সংঘ আয়োজক কমিটি, খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।
ক্যারাম বোর্ড টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে অর্থনীতি বনাম ইতিহাস বিভাগ। এতে অর্থনীতি বিভাগ জয়লাভ করে।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান সরকার পারভেজ বলেন, প্রথমে ধন্যবাদ জানাই কবি নজরুল ক্রিড়া সংঘ কে এত সুন্দর ও শিক্ষার্থীবান্ধব খেলা আয়োজন করার জন্য।রাতে এই আয়োজন টা খুব ভালো লাগছে আামার কাছে।সারাদিন সবাই পড়ালেখার চাপের মধ্যে থাকে, রাতের খেলায় অংশ নিয়ে একটু আনন্দ পাওয়া যায়। আয়োজনটা খুব ভালো হয়েছে, তবে আলোর ব্যবস্থা আরেকটু উন্নত হলে খেলাটা আরও সুন্দরভাবে উপভোগ করা যেত।
আয়োজক কমিটি জানান, এরকম ক্যারাম বোর্ড টুর্নামেন্ট কবি নজরুল সরকারি কলেজে এই প্রথম আমরা আয়োজন করেছি এর আগে কখনো এরকম আয়োজন কেউ করেনি। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের চেতনা জাগিয়ে তুলতে আমাদের এই আয়োজন। আমরা চাই, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশিত করুক।




















