হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাবের ৬ষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ECE Club of HSTU বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় প্রযুক্তিনির্ভর ক্লাব হিসেবে বিভিন্ন একাডেমিক, টেকনিক্যাল ও সাংস্কৃতিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
নবঘোষিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান হৃদয় এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. আল-ইমরান। তারা দুজনই ওই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ইসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মো. মেহেদী হাসান এবং ট্রেজারার হিসেবে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন।
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হৃদয় বলেন, নতুন কমিটির দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সহপাঠী, জুনিয়র ও শিক্ষকদের আস্থা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা দিচ্ছে। ক্লাবটিকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক সংগঠনে রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব ও সাংস্কৃতিক বিকাশকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই হবে আমার লক্ষ্য।
নির্বাচিত জেনারেল সেক্রেটারি ইমরান বলেন, আমাদের ক্লাব শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনে জোর দেয়। জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার লক্ষ্যকে সামনে রেখে আমরা একাডেমিক ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ে নতুন উদ্যোগ নিচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সকলে মিলে কাজ করতে চাই।




















