ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প Logo ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটিতে কবি নজরুল কলেজের উবায়দুল্লাহ, তাজিম Logo শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ক্র্যাবে’র শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী Logo যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন Logo জাবি রোভার স্কাউটসের সভাপতি খায়রুল, সম্পাদক তাওফিক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবিতে ছাত্রশক্তির আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন Logo জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Logo জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন Logo শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার হত্যার হুমকি

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে চায় হাবিপ্রবি শিক্ষার্থী রিজভী

এই জগতে আমাদের একমাত্র অতি আপনজন আমাদের মা। যে মানুষটি জীবনের সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে আগলে রাখেন। সন্তানের যেকোনো বিপদ মায়ের আগে কেউই জানতে বা বুঝতে পারেনা। মায়ের চাঁদমুখ খানা দেখলে যেনো আত্মা জুড়ে যায়। তাই তো

কবি কাজী নজরুল ইসলাম বলেছেন,“হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুখ!”

কিন্তু সেই মা যদি দুনিয়াতে না থাকে তার চেয়ে কষ্টের বিষয় আর দ্বিতীয়টি নেই। তাইতো মা’কে হারাতে চান না হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোবায়েত আহম্মেদ রিজভী । রিজভী দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেশপুরের বাসিন্দা। অনেক স্বপ্ন নিয়ে পড়াশুনা করতে নিজ জেলার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । কিন্তু তার পড়াশোনা হয়ে উঠেছে বিষাদময়। কারণ, তার মা যে ক্যান্সারে আক্রান্ত। সঠিক চিকিৎসার অভাবে যে কোনো  সময় নিভে যেতে পারে জীবন প্রদীপ!

তাই মাকে বাঁচাতে সর্বস্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে চান রিজভীর পরিবার। দীর্ঘদিন যাবৎ চিকিৎসার ব্যয় বহন করে পরিবারটির অবস্থা বেশ নাজুক। আর্থিক স্বচ্ছলতা শূন্যের কোঠায়। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ।

বর্তমানে তিনি ঢাকার ডেল্টা হাসপাতালের ডাক্তারের পরামর্শে বগুড়ার টিএমএসএস ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন৷ আর সেখানেই তার কেমোথেরাপি চলমান রয়েছে ৷ তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন এবং দেশের বাইরে একটি সার্জারি করতে হবে বলে জানিয়েছে চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে রোবায়েত আহম্মেদ রিজভী  বলেন, “মাকে অনেকদিন হলো চিকিৎসা করাচ্ছি। দিনে দিনে মায়ের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।ডাক্তাররা বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে সার্জারি করাতে হবে ৷ জানি না শেষ পর্যন্ত কি হবে।তবে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আল্লাহর রহমতে আমার মাকে সুস্থ করতে চাই । কখনো অর্থের জন্য অন্যের দ্বারস্থ হতে হয়নি,মানুষের বিপদে আপদে যেকোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমার মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই সকলের প্রতি আকুল আবেদন থাকবে আমার মাকে বাঁচাতে আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।”

আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে একজন মায়ের জীবন । মায়ের হাতে খাবার খেতে পারবে একজন সন্তান।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
রিজভী (পার্সোনাল)
বিকাশ: ০১৭৪৩-৪৪৪৪০৪
নগদ: ০১৭৪৩-৪৪৪৪০৪
রকেট:০১৮১৬৮৪৬৮৬৩৯

🟦 ব্যাংক হিসাব
ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি
মোঃ রোবায়েত আহম্মেদ
একাউন্ট নাম্বার: 20507776702082013
সার্ভিস ব্রাঞ্চ, জয়পুরহাট (পাঁচবিবি)

জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে চায় হাবিপ্রবি শিক্ষার্থী রিজভী

প্রকাশিত ১২:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

এই জগতে আমাদের একমাত্র অতি আপনজন আমাদের মা। যে মানুষটি জীবনের সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে আগলে রাখেন। সন্তানের যেকোনো বিপদ মায়ের আগে কেউই জানতে বা বুঝতে পারেনা। মায়ের চাঁদমুখ খানা দেখলে যেনো আত্মা জুড়ে যায়। তাই তো

কবি কাজী নজরুল ইসলাম বলেছেন,“হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুখ!”

কিন্তু সেই মা যদি দুনিয়াতে না থাকে তার চেয়ে কষ্টের বিষয় আর দ্বিতীয়টি নেই। তাইতো মা’কে হারাতে চান না হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোবায়েত আহম্মেদ রিজভী । রিজভী দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেশপুরের বাসিন্দা। অনেক স্বপ্ন নিয়ে পড়াশুনা করতে নিজ জেলার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন । কিন্তু তার পড়াশোনা হয়ে উঠেছে বিষাদময়। কারণ, তার মা যে ক্যান্সারে আক্রান্ত। সঠিক চিকিৎসার অভাবে যে কোনো  সময় নিভে যেতে পারে জীবন প্রদীপ!

তাই মাকে বাঁচাতে সর্বস্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে চান রিজভীর পরিবার। দীর্ঘদিন যাবৎ চিকিৎসার ব্যয় বহন করে পরিবারটির অবস্থা বেশ নাজুক। আর্থিক স্বচ্ছলতা শূন্যের কোঠায়। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ।

বর্তমানে তিনি ঢাকার ডেল্টা হাসপাতালের ডাক্তারের পরামর্শে বগুড়ার টিএমএসএস ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন৷ আর সেখানেই তার কেমোথেরাপি চলমান রয়েছে ৷ তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন এবং দেশের বাইরে একটি সার্জারি করতে হবে বলে জানিয়েছে চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে রোবায়েত আহম্মেদ রিজভী  বলেন, “মাকে অনেকদিন হলো চিকিৎসা করাচ্ছি। দিনে দিনে মায়ের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।ডাক্তাররা বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে সার্জারি করাতে হবে ৷ জানি না শেষ পর্যন্ত কি হবে।তবে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আল্লাহর রহমতে আমার মাকে সুস্থ করতে চাই । কখনো অর্থের জন্য অন্যের দ্বারস্থ হতে হয়নি,মানুষের বিপদে আপদে যেকোনো সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমার মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই সকলের প্রতি আকুল আবেদন থাকবে আমার মাকে বাঁচাতে আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।”

আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে একজন মায়ের জীবন । মায়ের হাতে খাবার খেতে পারবে একজন সন্তান।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
রিজভী (পার্সোনাল)
বিকাশ: ০১৭৪৩-৪৪৪৪০৪
নগদ: ০১৭৪৩-৪৪৪৪০৪
রকেট:০১৮১৬৮৪৬৮৬৩৯

🟦 ব্যাংক হিসাব
ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিএলসি
মোঃ রোবায়েত আহম্মেদ
একাউন্ট নাম্বার: 20507776702082013
সার্ভিস ব্রাঞ্চ, জয়পুরহাট (পাঁচবিবি)