ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ই ডিসেম্বর) সাড়ে নয়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের মেইন গেইট থেকে শুরু করে ভিক্টোরিয়া পার্ক চত্বর থেকে বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মাঝে বিচার ও হাদীর সুস্থতা কামনা করে বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা’, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আমি কে তুমি কে; ওসমান হাদি, ওসমান হাদি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন৷
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন,আপনারা জানেন আজক আমাদের ওসমান হাদী ভাইর উপর হামলা করেছে জুলাইয়ের পরবর্তী সময়ে এরকম ঘটনা ইন্টেরিম কি করে।আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম একটা আশা নিয়ে যাতে আমাদের দেশে আইনগুলোর সংস্কার হবে কিন্তু আসলে কোথায় একের পর এক হত্যা হচ্ছে এর বিচার কোথায় আমি সরকারের আহ্বান করছি দ্রুত আসামীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল উম্মি তারিন বলেন,
ওসমান হাদী জুলাই যোদ্ধা হওয়ার পরেও তার উপর যে বর্বোচিত হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা কখনো ২৪ গণঅভ্যুত্থানের পরে এইদিন দেখবো এবং আমরা নারীরা রাস্তায় এসে মানববন্ধন করবো তা কখনো ভাবিনি।আমরা চাই ইন্টেরিম সরকার বিশেষ ট্রাইবুনাল গঠন করে ওসমান হাদী ভাইর বিচার নিশ্চিত করুক।
এছাড়াও জবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী নীলি বলেন,আপনারা জানেন আজকে ওসমান হাদী ভাইয়ের উপর দুর্বৃত্তরা গুলি করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আরও কিছু দিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের জুবায়ের ভাইকে হত্যা করেছে এবং আজকে ওসমান ভাইর ওপর হামলা কাল আমার বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর হামলা হবে এর কি কোন নিশ্চয়তা আছে।এই হত্যার দ্রুত বিচার হউক এটাই চাই।




















