জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৬ গঠন করা হয়েছে। নবগঠিত কাউন্সিলে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ৫১ ব্যাচের মার্কেটিং বিভাগের মো. খায়রুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. তাওফিকুর রহমান।
রবিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের রোভার স্কাউটসের কক্ষে এই কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক শবনম ফেরদৌসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন রোভার-ই- কাউন্সিল অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে গার্ল-ইন-রোভার হিসেবে ৫১ ব্যাচের রীতা আক্তারি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নাইম খান মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তারেক আহমদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান দীপ্তি।
এছাড়া সমাজসেবা সম্পাদক হিসেবে ৫১ ব্যাচের শাকিল হোসেন, নারী বিষয়ক সম্পাদক তাহরিমা কবির লিয়া, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক সাবরিন আক্তার ইমু , তথ্যপ্রযুক্তি সম্পাদক মনোয়ার আহমেদ , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন , প্রোগ্রাম বিষয়ক সম্পাদক শাহীন আলম এবং সাহিত্য সম্পাদক হিসেবে ৫২ ব্যাচের আল মিরাজ দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৫১ব্যাচের মাহফুজুর রহমান, ৫২ব্যাচের কামরুল হাসান, প্রলয় সিং , সালমা আক্তার, আমির ফয়সাল এবং ৫৩ ব্যাচের ইহসান জিহাদ।
নতুন কাউন্সিলে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. খায়রুল ইসলাম বলেন, নেতৃত্ব তৈরীর প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘকাল ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং আত্মউন্নয়নের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের নতুন কমিটির লক্ষ্য থাকবে সকলের সামগ্রিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যেতে এবং সকল সদস্যকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে।
নবগঠিত রোভার-ইন-কাউন্সিলের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।



















