জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মো. মাহমুদুল হাসান সিয়াম’ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মমিনুল ইসলাম’ দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি ‘আলী আকবর আলিফ’ এবং সাধারণ সম্পাদক ‘জে এফ বি কে জিয়াম’ আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, বৃত্তি, গবেষণা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম জোরদারে কাজ করবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. আসিফ মিয়া, ওমর ফারুক, মোসাদ্দেক ইসলাম মমিন, সাদিকুল ইসলাম, আলামিন ইসলাম, শ্রী গৌতম সরকার, মহসিন, রায়হান কবির, তিতুমির, সজীব মণ্ডল, মধুরিমা চৌধুরী, সাগর মিয়া, সজিব ও রোকনুজ্জামান রিমন।
এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ, আফ্রিদি, নাহিদ, স্বাধীন, সৌরভ, স্বাধীন মিয়া, আলতাফ, সাহা মিয়া শাফি, আলমগীর প্রামাণিক, রাকিবুল ইসলাম জয়, ফারুক আহমেদ মুন্না, মাহদী, জান্নাতুল ফাহিমা ও মিজান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক রায়হান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহী ফারজানা, জুবায়ের ইসলাম, ফাহিমা বর্ষা, কল্লোল ও আবিদ হাসান রাফি।
প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন যোবায়ের হোসেন জাকির এবং উপ-প্রচার সম্পাদক হিসাবে আছেন মাহি, নিয়াজ ও গোলাম রাব্বি।
দপ্তর সম্পাদক রবিউল ইসলাম এবং উপ-দপ্তর সম্পাদক: জুবায়ের ইসলাম, এস. এম. সীমান্ত ও রাজন। অর্থ সম্পাদক: রায়হান কবীর। উপ-অর্থ সম্পাদক: নিয়ামুল হাসান, ছোয়াদ ও স্বপন।
শিক্ষা ও সেমিনার সম্পাদক: রোজ দানিয়া। উপ-শিক্ষা ও সেমিনার সম্পাদক: তানভীর, আরাফাত আহমেদ ও সাকিব। ক্রীড়া সম্পাদক: রাইয়ান। উপ-ক্রীড়া সম্পাদক: আবির, দিগন্ত, রাঙ্গা, মুরাদ ও স্নিগ্ধা।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: প্রিয়াঙ্কা সরকার। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নিপা, সংগ্রাম, বিদ্রোহ ও রিয়াল।
বৃত্তি বিষয়ক সম্পাদক: দেলোয়ার। উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক: তাহরিমা আফরিন, শেফা ও রিতু। তথ্য ও গবেষণা সম্পাদক: আসিফ। উপ-তথ্য ও গবেষণা সম্পাদক: লিওন, সিনহা, উৎসব ও তাহিন।
এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আশিকুল, আকন্দ, রিফাত, সীমান্ত, মারুফ, তোরশা, তানভীর, অরণ্য ও ইলিয়াস।
কমিটির নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান সিয়াম বলেন,”গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি,জাবি এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। সমিতির প্রতিটি সদস্যই আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি ঐক্য, সহযোগিতা ও সদ্ভাবের মধ্য দিয়েই গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের কল্যাণে বড় পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধান, মেধাবিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে আমরা আমাদের মতো করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো। আসন্ন ভর্তি পরীক্ষায় গাইবান্ধা থেকে আগত সকল পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের এই ভর্তিযুদ্ধে সহায়তা করাই হবে আমাদের এই নতুন কমিটির প্রথম দৃশ্যমান কাজ। এ পথে সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।”
কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, “আমাদের এই সমিতি শুধু একটি সংগঠন নয়—এটি আমাদের এলাকার পরিচয়, আমাদের ঐক্য, আমাদের শক্তি। আমি বিশ্বাস করি, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে এই সমিতিকে আমরা আরও শক্তিশালী, আরও সক্রিয় এবং আরও উপকারী করে তুলতে পারব।”
তিনি আরও বলেন, ” আমি আমার দায়িত্ব পালনকালে সবার মতামতকে সম্মান জানিয়ে নেতৃত্ব দেব। কোনো সিদ্ধান্ত একা নেব না—সবাইকে সঙ্গে নিয়ে, স্বচ্ছভাবে চলব। জেলা সমিতিকে আরও সক্রিয় করব। নতুনদের অংশগ্রহণ বাড়ানো হবে। প্রতিটি সদস্যকে মূল্য দেওয়া হবে, যাতে কেউ অবহেলিত না হয়। আমাদের জেলার পরিচিতি ও মর্যাদা বৃদ্ধি করব। নেতৃত্ব মানে ক্ষমতা নয়—নেতৃত্ব মানে দায়িত্ব। আর আমি সেই দায়িত্বটি সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”




















