২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে জহির রায়হান অডিটোরিয়ামের কক্ষ নম্বর–২ থেকে পরীক্ষার্থীকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।
আটক পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন জুয়েল।
ঘটনার বিষয়ে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক বলেন, “পরীক্ষার্থীর আচরণ প্রথমে আমাদের সন্দেহজনক মনে হয়। এরপর তাকে পেছনের আসন থেকে সামনের আসনে সরিয়ে আনা হয়। কিন্তু আসন পরিবর্তনের পরও তিনি মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে নকল করার চেষ্টা চালিয়ে যান।”
তিনি আরও বলেন, “বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে নকলের সময় হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে জাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম বলেন, “ঘটনাটি সংশ্লিষ্ট ইউনিটের প্রধানকে অবহিত করা হয়েছে।”
তিনি বলেন, “পরীক্ষা বাতিলসহ ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার মতো স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।”




















