জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো:ফয়সাল রহমান সভাপতি এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আঃ রহমান অলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার(২২ ডিসেম্বর ২০২৫) মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
নবনিযুক্ত সভাপতি মোঃফয়সাল রহমান বলেন, “আমরা চাই মাদারীপুর জেলার প্রতিটি শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে।তারা তাদের মেধা,বুদ্ধি, কর্মদক্ষতা ও সাহস দিয়ে চলমান চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হবে।যা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা।কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ আমাদের পরিপূর্ণ পরিবেশ প্রদান করতে পারছে না।তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা প্রচুর, তাই সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা আমাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে গঠন করতে পারি সেই লক্ষ্যে মাদারীপুরের প্রতিটি শিক্ষার্থীকে নিয়ে একত্রে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক আ:রহমান অলি বলেন, ‘আমরা এই জেলা কল্যাণকে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক করে একটা পরিবারের মত হয়ে, একতা বজায় রেখে সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই।আমাদের এই কল্যাণমূলক সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিভাবে সকল শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধান করা যায় এবং যেকোন প্রয়োজনে তাদের পাশে থেকে সহযোগিতা করা যায়।’
বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার পদে স্বাক্ষর করে আনিসুর রহমান খোকন তালুকদার,ছাত্র উপদেষ্টা সাদিকুর রহমান,কাওসার হামিদ খান,প্রধান ছাত্র উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম,অনিক হাসান ও জহিরুল ইসলাম।




















