বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) খুলনা ফ্লোটিলার অধীন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনে ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট সাইফুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিএনসিসি ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনের সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল বারী তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এর আগে, ৬ ডিসেম্বর ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়া ক্যাডেট আন্ডার অফিসার পদোন্নতি পরিক্ষায় ইবি নৌ শাখার চৌকস ক্যাডেট সার্জেন্টরা অংশগ্রহণ করে । ক্যাডেট সার্জেন্ট সাইফুল্লাহ আল মামুন এবং ক্যাডেট সার্জেন্ট ইফফাত আরা সফলতার সাথে ক্যাডেট আন্ডার অফিসার পদোন্নতি পরিক্ষায় উত্তীর্ণ হোন। পরে গত ১৭ ডিসেম্বর খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম আবু সাকিব, বিএন স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
সাইফুল্লাহ আল মামুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী। তিনি সিইউও পদে পদোন্নতি পরীক্ষায় ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে এই পদে মনোনীত হন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফুল্লাহ আল মামুন বলেন, “সিইউও হিসেবে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি তা আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব। ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নিতে এবং ক্যাডেটদের শৃঙ্খলাবোধ, দক্ষতা ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, সাইফুল্লাহ আল মামুন ইতোমধ্যেই ১ টি ফ্লুটিলা ক্যাম্প, ১ টি উয়িং ক্যাম্প ও ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশ নিয়েছেন। ফ্লুটিলা ও উয়িং ভলিবল টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি তিনি ইবির বিভিন্ন জাতীয় দিবসের প্যারেড, ভর্তি পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিক দায়িত্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।




















