জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে। দিনের শুরুতে ‘সি-১’ ইউনিটের কলা ও মানবিকী অনুষদ ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) ১ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ৪ শিফটে পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের ছাত্র ও ছাত্রীদের পরীক্ষা শুরু হয়। বেলা ১০টা ২৫ মিনিটে ‘ডি’ ইউনিটের ( জীববিজ্ঞান অনুষদ) ছাত্রদের পরীক্ষার শুরু হবে। বেলা ৩টা ১৫ হতে ৪টা ১৫ পর্যন্ত ‘ডি’ ইউনিটের ( জীববিজ্ঞান অনুষদ) ছাত্রদের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।
সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। দুইি কক্ষে দায়িত্বরত শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য(শিক্ষা),উপ-উপাচার্য(প্রশাসন),কোষাধ্যক্ষ, প্রক্টর, সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা যথারীতি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন অসঙ্গতি দেখা যায় নি। উপস্থিতির হারও উল্লেখযোগ্য। মেধার মাধ্যমে যোগ্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আমরা আশাবাদী, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো।
এ বছরে জাবির সাত ইউনিটের ১ হাজার ৮৪৪ টি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন। এতে এবার আসনের প্রতি লড়বেন ১১৯ জন শিক্ষার্থী। ‘ডি’ ইউনিট অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে তুলনামূলক বেশি প্রতিযোগিতা হবে । এখানে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন। শুধুমাত্র ‘ডি’ আসন প্রতি লড়বেন ২২৬ জন।




















