জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ফলাফল আজ দুপরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা পরিচালনা কমিটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, যেসব ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেসব ইউনিটের ফল আজ দুপুরের মধ্যেই প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি।
এ বিষয়ে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক বলেন, আজ দুপুরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আমরা কাজ করছি। আর দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি।
এদিকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী বলেন, আজ দুপুরের মধ্যেই ফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল রোববার (২১ ডিসেম্বর) শুরু হয়। এর মধ্যে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘ই’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।




















