জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৩টি ইউনিট সি’ (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘ই’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
ফলাফল প্রকাশ সম্পর্কে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম বলেন, “আমাদের ‘বি’ ইউনিটে ৮৬ শতাংশ শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। পূর্বের ঘোষনা অনুযায়ী, পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। রাতভর দীর্ঘ প্ররিশ্রমের মাধ্যমে আমরা ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছি। ”
উল্লেখ, দুইদিনে ১১টি শিফটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ‘সি’ ইউনিটে ৬টি শিফট, দ্বিতীয় দিনে ‘বি’ ও ‘ই’ ইউনিটে ৫টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ২০ হাজার ৫৮৩টি। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৪৭ হাজার ৪৯৭টি। ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের মোট ২০০ আসনের বিপরীতে আবেদন করেছিল ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী।




















