ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

হাবিপ্রবির উন্নয়নে একনেকে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের সপ্তম একনেক সভায় মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, ল্যাবরেটরি সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় নির্মিত হবে ১২-তলা ছাত্র হল, ১২-তলা ছাত্রী হল, ১২-তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন এবং ১২-তলা একাডেমিক ভবন। এছাড়া প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), ২-তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম এবং মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা) অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র এবং আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন করা হবে। ধর্মীয় ও সামাজিক সুবিধা বৃদ্ধির জন্য মসজিদের পাশর্^ীয় সম্প্রসারণ এবং নিরাপত্তা জোরদারে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হবে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন এবং ৫০০ কেভিএ সাব-স্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইটি সরঞ্জামাদি, ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সংযোজনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন ত্বরান্বিত হবে। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং উদ্ভাবন ও জ্ঞানসৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে।

এছাড়া মেডিকেল সেন্টার সম্প্রসারণ, নিরাপত্তা অফিস ও আনসার ব্যারাক নির্মাণ এবং জিমনেটরিয়াম ও কনফারেন্স সুবিধা সংযোজনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সহায়ক সুযোগ-সুবিধা উন্নত হবে। অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ ও সাব-স্টেশন স্থাপনের ফলে ইউটিলিটি সেবার সক্ষমতা বাড়বে এবং সার্বিক ক্যাম্পাস ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পথ সুগম করায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে প্রকল্প প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনে অবদানের জন্য তিনি প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

হাবিপ্রবির উন্নয়নে একনেকে ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত ০৮:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের সপ্তম একনেক সভায় মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, ল্যাবরেটরি সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় নির্মিত হবে ১২-তলা ছাত্র হল, ১২-তলা ছাত্রী হল, ১২-তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন এবং ১২-তলা একাডেমিক ভবন। এছাড়া প্রশাসনিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), ২-তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম এবং মেডিকেল সেন্টারের উর্দ্ধমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা) অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাবপত্র এবং আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন করা হবে। ধর্মীয় ও সামাজিক সুবিধা বৃদ্ধির জন্য মসজিদের পাশর্^ীয় সম্প্রসারণ এবং নিরাপত্তা জোরদারে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হবে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন এবং ৫০০ কেভিএ সাব-স্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইটি সরঞ্জামাদি, ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সংযোজনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন ত্বরান্বিত হবে। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং উদ্ভাবন ও জ্ঞানসৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে।

এছাড়া মেডিকেল সেন্টার সম্প্রসারণ, নিরাপত্তা অফিস ও আনসার ব্যারাক নির্মাণ এবং জিমনেটরিয়াম ও কনফারেন্স সুবিধা সংযোজনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সহায়ক সুযোগ-সুবিধা উন্নত হবে। অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ ও সাব-স্টেশন স্থাপনের ফলে ইউটিলিটি সেবার সক্ষমতা বাড়বে এবং সার্বিক ক্যাম্পাস ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পথ সুগম করায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে প্রকল্প প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনে অবদানের জন্য তিনি প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।