সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত জনসমাগমের কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদানের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম ঘটে। বৃহৎ জনসমাবেশে ভিড় নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে উপাচার্যও সেখানে উপস্থিত ছিলেন।
তবে দুঃখজনকভাবে, ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা এবং ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয় বলে মন্তব্য করে শিক্ষক ফোরাম।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ঘটনার মূল্যায়নের ক্ষেত্রে সংযত ও তথ্যভিত্তিক আলোচনা জরুরি। অসম্পূর্ণ তথ্য বা স্বল্প সময়ের ভিডিও ক্লিপের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত টেনে অপপ্রচার চালানো কিংবা কটূক্তি করা সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ নয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সংশ্লিষ্ট সবাইকে গুজব, অপব্যাখ্যা ও বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।




















