জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইবিএ ইন্সটিটিউটের ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
এবছর ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডিমিনস্ট্রেশনের (আইবিএ) ২৫টি ছাত্র ও ২৫টি ছাত্রী আসনের বিপরীতে ৩ হাজার ৩১২ জন ছাত্র এবং ২ হাজার ১শ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আসন প্রতি প্রায় ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ২১ ডিসেম্বর থেকে। ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org-তে পাওয়া যাবে।




















