ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় রোটারেক্ট ক্লাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ভর্তি পরীক্ষার সময় তথ্য সহায়তা, বিনামূল্যে ব্যাগ ও মোবাইল ফোন গচ্ছিত রাখার ব্যবস্থাসহ নানা মানবিক সেবা প্রদান করছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের সেবার লক্ষ্য একটি তথ্য সহায়তা কেন্দ্র তৈরি করে ক্লাবটি।

ভর্তি সহায়তার পাশাপাশি রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বছরজুড়েই বিভিন্ন সেবামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘IELTS Project’, যার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭৫ শতাংশ ছাড়ে মানসম্মত IELTS কোর্স করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও সংগঠনটি নিয়মিত শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। চলতি বছরে তারা ‘তরী’ সংস্থার শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও ছাতা বিতরণ করেছে।

সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার দিনগুলোতে ওয়াজেদ মিয়ার বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে স্থাপিত রোটারেক্ট ক্লাবের ভর্তি সহায়তা টেন্টে সার্বক্ষণিক ব্যস্ততা ছিল। নির্দিষ্ট টোকেন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে, যাতে তারা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় তথ্য সহায়তাও দেওয়া হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করাই রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল অঙ্গীকার।

ভর্তি পরীক্ষা দিতে ফরিদপুর থেকে আগত পরীক্ষার্থী মাহমুদুল হাসান বলেন,
“ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে এসে কোথায় ব্যাগ রাখব, কীভাবে পরীক্ষা কেন্দ্রে যাব—সবকিছু নিয়েই দুশ্চিন্তায় ছিলাম। রোটারেক্ট ক্লাবের টেন্টে এসে খুব সহজেই সব সহযোগিতা পেয়েছি। তাদের ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

মাদারীপুর থেকে আগত অভিভাবক মোহাম্মদ আলী বলেন, “এত বড় ক্যাম্পাসে এসে আমরা অভিভাবকরা বেশ বিভ্রান্ত হয়ে পড়ি। এ ক্লাবের সদস্যরা আমার সন্তানকে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। এতে করে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।”

ভর্তি পরীক্ষা উপলক্ষে নেওয়া কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সম্পাদক তাসনিম বাশার জারিন বলেন, “এডমিশন টেস্টকে সামনে রেখে রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাগ ও মোবাইল ফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে। এই মানবিক উদ্যোগ ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করেছে।”

সংগঠনটির সভাপতি মো. আশিকুজ্জামান আরমান বলেন, “প্রতিবছরের মতো এ বছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার লক্ষ্যে জীববিজ্ঞান অনুষদের সামনে একটি ভর্তি সহায়তা টেন্ট স্থাপন করেছি। এই টেন্ট থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের মোবাইল ফোন ও ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদভাবে জমা রাখার ব্যবস্থা করেন। নির্দিষ্ট টোকেন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর সংগ্রহ করে অত্যন্ত সুশৃঙ্খল ও নির্ভুলভাবে এই সেবা প্রদান করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন।”

সভাপতি জানান, চলতি বছর রোটারেক্ট ক্লাবের টেন্টে আনুমানিক ১২ হাজার পরীক্ষার্থী তাদের মোবাইল ফোন ও ব্যাগ জমা রেখেছেন, যা সংগঠনটির প্রতি পরীক্ষার্থীদের আস্থার প্রতিফলন। এছাড়াও দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার পর্যাপ্ত চেয়ার ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন।

ভর্তি পরীক্ষার প্রতিটি দিন রোটারেক্ট ক্লাবের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি। এই পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর। তাদের সহযোগিতা ও সমর্থনের ফলেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় রোটারেক্ট ক্লাব

প্রকাশিত ১০:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ভর্তি পরীক্ষার সময় তথ্য সহায়তা, বিনামূল্যে ব্যাগ ও মোবাইল ফোন গচ্ছিত রাখার ব্যবস্থাসহ নানা মানবিক সেবা প্রদান করছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের সেবার লক্ষ্য একটি তথ্য সহায়তা কেন্দ্র তৈরি করে ক্লাবটি।

ভর্তি সহায়তার পাশাপাশি রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বছরজুড়েই বিভিন্ন সেবামূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘IELTS Project’, যার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭৫ শতাংশ ছাড়ে মানসম্মত IELTS কোর্স করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও সংগঠনটি নিয়মিত শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। চলতি বছরে তারা ‘তরী’ সংস্থার শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও ছাতা বিতরণ করেছে।

সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার দিনগুলোতে ওয়াজেদ মিয়ার বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে স্থাপিত রোটারেক্ট ক্লাবের ভর্তি সহায়তা টেন্টে সার্বক্ষণিক ব্যস্ততা ছিল। নির্দিষ্ট টোকেন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে, যাতে তারা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় তথ্য সহায়তাও দেওয়া হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করাই রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল অঙ্গীকার।

ভর্তি পরীক্ষা দিতে ফরিদপুর থেকে আগত পরীক্ষার্থী মাহমুদুল হাসান বলেন,
“ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে এসে কোথায় ব্যাগ রাখব, কীভাবে পরীক্ষা কেন্দ্রে যাব—সবকিছু নিয়েই দুশ্চিন্তায় ছিলাম। রোটারেক্ট ক্লাবের টেন্টে এসে খুব সহজেই সব সহযোগিতা পেয়েছি। তাদের ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।”

মাদারীপুর থেকে আগত অভিভাবক মোহাম্মদ আলী বলেন, “এত বড় ক্যাম্পাসে এসে আমরা অভিভাবকরা বেশ বিভ্রান্ত হয়ে পড়ি। এ ক্লাবের সদস্যরা আমার সন্তানকে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। এতে করে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।”

ভর্তি পরীক্ষা উপলক্ষে নেওয়া কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সম্পাদক তাসনিম বাশার জারিন বলেন, “এডমিশন টেস্টকে সামনে রেখে রোটারেক্ট ক্লাব অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাগ ও মোবাইল ফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে। এই মানবিক উদ্যোগ ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করেছে।”

সংগঠনটির সভাপতি মো. আশিকুজ্জামান আরমান বলেন, “প্রতিবছরের মতো এ বছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার লক্ষ্যে জীববিজ্ঞান অনুষদের সামনে একটি ভর্তি সহায়তা টেন্ট স্থাপন করেছি। এই টেন্ট থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের মোবাইল ফোন ও ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদভাবে জমা রাখার ব্যবস্থা করেন। নির্দিষ্ট টোকেন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর সংগ্রহ করে অত্যন্ত সুশৃঙ্খল ও নির্ভুলভাবে এই সেবা প্রদান করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারেন।”

সভাপতি জানান, চলতি বছর রোটারেক্ট ক্লাবের টেন্টে আনুমানিক ১২ হাজার পরীক্ষার্থী তাদের মোবাইল ফোন ও ব্যাগ জমা রেখেছেন, যা সংগঠনটির প্রতি পরীক্ষার্থীদের আস্থার প্রতিফলন। এছাড়াও দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার পর্যাপ্ত চেয়ার ও ছাউনির ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন।

ভর্তি পরীক্ষার প্রতিটি দিন রোটারেক্ট ক্লাবের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি। এই পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর। তাদের সহযোগিতা ও সমর্থনের ফলেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।