বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মোঃ এনামউল্যা।
মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় ভিসি অধ্যাপক ড. মোঃ এনামউল্যা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন,সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশে এক অনন্য ভূমিকা পালন করেছেন৷ তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতা দেশের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ মহান এই নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি ও শূন্যতা।
তিনি আরও বলেন, তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে ৷ দেশের প্রতিটি সংকট ও ক্রান্তিকালে তিনি জাতির কান্ডারী হিসেবে আবির্ভূত হয়ে হাল ধরেছেন৷ দেশপ্রেম ও জনগণের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা পৃথিবীর ইতিহাসে বিরল। স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির সকল নিপীড়ন,জেল-জুলুম নির্যাতন সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি৷ তাই তিনি হয়ে উঠেন ‘আপোষহীন নেত্রী’৷ দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে৷
তিনি বলেন, শোকের এই মুহূর্তে আমি মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়া করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন,স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, আজ সকাল ৬ টায় বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷




















