সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তাঁর আত্মার মাগফিরাত এবং শান্তি প্রার্থনা করেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য বহু গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও গণতান্ত্রিক উত্তরণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাত নসিব করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী, বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং আমাদের প্রিয় অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা শুধু একজন রাজনৈতিক নেতাকে হারাইনি, আমরা হারিয়েছি আমাদের আদর্শিক মাকে। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং গণতন্ত্রের পথ চলায় তাঁর অবদান এদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ুন হাবিব হিরনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, বাদ জুমা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আবাসিক হলগুলোর মসজিদে এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




















