ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

ফেলানী হত্যার ১৫ বছর: সীমান্ত হত্যা বন্ধের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৪৪ বার পঠিত

২০১১ সালের ৮ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ হওয়ার পর সাড়ে চার ঘণ্টারও বেশি সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহ বাংলাদেশ–ভারত সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের এক করুণ ও বেদনাবিধুর প্রতীক হয়ে আছে আজও।

ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানী হত্যার বিচার এবং সীমান্তে মানবাধিকার রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় যশোর শহরের ভৈরব চত্বরে এ প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে বক্তারা অবিলম্বে ফেলানী হত্যার বিচার নিশ্চিত করা, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি বন্ধ এবং মানবাধিকারভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আল জাবীর, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি যশোর জেলা। তিনি বলেন, ফেলানী হত্যার ১৫ বছর পার হলেও আজও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। সীমান্তে নিরস্ত্র মানুষের ওপর এমন নির্মমতা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার ও আশা লতা, সদস্য আসিফ সোহান, যশোর জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, যশোর জেলা ছাত্রশক্তির নেতা তপু ইসলাম ও অমিতসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সাকিব শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য ইয়াইয়া জিসান, খালিদ সাইফুল্লাহ জুয়েল, সালমান জাবেদ এবং যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

ফেলানী হত্যার ১৫ বছর: সীমান্ত হত্যা বন্ধের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ

প্রকাশিত ১১:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

২০১১ সালের ৮ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। গুলিবিদ্ধ হওয়ার পর সাড়ে চার ঘণ্টারও বেশি সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহ বাংলাদেশ–ভারত সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের এক করুণ ও বেদনাবিধুর প্রতীক হয়ে আছে আজও।

ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানী হত্যার বিচার এবং সীমান্তে মানবাধিকার রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় যশোর শহরের ভৈরব চত্বরে এ প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে বক্তারা অবিলম্বে ফেলানী হত্যার বিচার নিশ্চিত করা, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি বন্ধ এবং মানবাধিকারভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের জোর দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আল জাবীর, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি যশোর জেলা। তিনি বলেন, ফেলানী হত্যার ১৫ বছর পার হলেও আজও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। সীমান্তে নিরস্ত্র মানুষের ওপর এমন নির্মমতা মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার ও আশা লতা, সদস্য আসিফ সোহান, যশোর জেলা যুবশক্তির আহ্বায়ক ইমদাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, যশোর জেলা ছাত্রশক্তির নেতা তপু ইসলাম ও অমিতসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) সাকিব শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য ইয়াইয়া জিসান, খালিদ সাইফুল্লাহ জুয়েল, সালমান জাবেদ এবং যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।