জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সরস্বতীপূজা উপলক্ষে টানানো দুটি শুভেচ্ছা ব্যানার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী কর্তৃক খুলে ফেলায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ভুলবশত খুলেছেন দাবি করে ব্যানারগুলো পুনরায় টানিয়ে দেন তারা।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ও আশপাশের কয়েকটি স্থানে টানানো সরস্বতীপূজার শুভেচ্ছা ব্যানার না থাকায় বিষয়টি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নজরে আসল ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ সূত্রে জানা যায়, আগামী ২৩ জানুয়ারি সরস্বতীপূজা উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানানো হয়েছিল। তবে ১৩ জানুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন সড়কে টানানো দুটি ব্যানার দেখা যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কার্যালয় ও এস্টেট কার্যালয়কে মৌখিকভাবে জানানো হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার কর্মকর্তারা ব্যানারগুলো পুনরায় প্রতিস্থাপন করেন।
এ বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল বলেন, “সরস্বতীপূজা উপলক্ষে আমরা ক্যাম্পাসের কয়েকটি স্থানে ব্যানার টানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে র্যালির পথের আশপাশে থাকা ব্যানার, ফেস্টুন ও কার্ড সাময়িকভাবে খুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কিছু পুরোনো ব্যানার খুলতে গিয়ে ভুলবশত ডেইরি গেটের আশপাশের কয়েকটি ব্যানারও খুলে ফেলা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা নিজেরাই ভুল স্বীকার করেন এবং ব্যানারগুলো আবার আগের জায়গায় টানিয়ে দেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম বলেন, “ভুল বোঝাবুঝির কারণেই ডেইরি গেটের বাইরের ঘটনাটি ঘটেছে। না জেনেই কয়েকজন কর্মচারী ব্যানার খুলে ফেলেছিলেন। পরে সনাতন ধর্মাবলম্বী ৮-১০ জন শিক্ষার্থী বিষয়টি আমাদের নজরে আনেন। সহকারী প্রক্টর ও প্রক্টরের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হয় এবং পরদিনই ব্যানারগুলো পুনরায় টানিয়ে দেওয়া হয়।”



















