ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ Logo পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামপন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি Logo তরুণ উদ্যোক্তাদের ভাবনাকে সামনে রেখে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা Logo সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স Logo কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি Logo জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ Logo হাবিপ্রবির সিএসই অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জামিল সুলতান Logo ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo আজিমপুর বয়েজ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প Logo পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে ইসি ঘেরাও ছাত্রদলের

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন’র আগামী এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।

‎১৮ জানুয়ারি (রবিবার) সদ্য বিদায়ি কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও স্যোশাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন, পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারি রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

‎সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ যাদের হাত ধরে যাত্রা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সকলের সামগ্রিক সহযোগিতা কাম্য।’

‎সভাপতি হান্নানুল আলম বলেন, ‘পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো : শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সেক্টরে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছর ধরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র, এবং জুলাই স্মরণে স্মৃতি মিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কাজ করে আসছে।’

‎তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে তার যাত্রা শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।’

‎উল্লেখ্য, “মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে” এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটানোর মাধ্যমে একজন সুবিবেচক ও সচেতন নাগরিক গড়াই এই সংগঠনের মুল উদ্দেশ্য।

জনপ্রিয়

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি

প্রকাশিত ১১:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন’র আগামী এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইদুল হাসান।

‎১৮ জানুয়ারি (রবিবার) সদ্য বিদায়ি কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও স্যোশাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন, পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

‎এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারি রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

‎সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, ‘প্রথমে মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ যাদের হাত ধরে যাত্রা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সকলের সামগ্রিক সহযোগিতা কাম্য।’

‎সভাপতি হান্নানুল আলম বলেন, ‘পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো : শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সেক্টরে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছর ধরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র, এবং জুলাই স্মরণে স্মৃতি মিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কাজ করে আসছে।’

‎তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে তার যাত্রা শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।’

‎উল্লেখ্য, “মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে” এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটানোর মাধ্যমে একজন সুবিবেচক ও সচেতন নাগরিক গড়াই এই সংগঠনের মুল উদ্দেশ্য।