সর্বশেষ সংবাদ
শারাফাত হোসাইন নাবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্পাসভিত্তিক সংবাদ সংগ্রহ, প্রতিবেদন প্রণয়ন ও তথ্য যাচাইয়ের কাজে নিয়মিতভাবে যুক্ত আছেন। একই সঙ্গে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবক ফোরামের সঙ্গে সম্পৃক্ত থেকে রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন।
বাগেরহাট জেলায় জন্ম ও বেড়ে ওঠা শারাফাত শিক্ষাজীবনের শুরু থেকেই লেখালেখি, বিতর্ক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সাংবাদিকতার প্রতি তার আগ্রহ আরও সুসংহত হয়। ক্যাম্পাসের শিক্ষাবিষয়ক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন ও ফিচার লেখেন। এর পাশাপাশি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্মে মতামতধর্মী লেখা প্রকাশের মাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।
বর্তমানে তিনি অভিযাত্রা রিপোর্টের কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঠ্যক্রমের বাইরে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং মানবিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তুলেছে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বকে ধারণ করে ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও প্রভাবশালী সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তোলাই তার লক্ষ্য।