কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১০ টি টিমের অংশগ্রহণে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫-২৬ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম কাগজ ডট কম। এছাড়াও প্রথম রানারআপ হয়েছে থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ট্রেইলব্লেজার।
শুক্রবার (২৩ জানুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সাবরিনা আলমের সঞ্চালনায় এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসাইন এবং হোসটিং ডট কমের ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন।
জানা যায়, গত ২৬ অক্টোবর হাল্ট প্রাইজ এর অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রাথমিকভাবে ১২০ টি দল রেজিস্ট্রেশন করে। বিভিন্ন ধাপ শেষ করে ২৪ টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে ১০ টি দল ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে তিন বিজয়ী দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়।
ফাইনালে যে দশটি দল প্রতিযোগিতা করে তারা হলো টিম আউটলায়ার্স, ফিনোভা, সিওইউ ইম্প্যাক্ট ক্যাটালিস্ট, ট্রেইলব্লেজার, প্রসপারেক্স, চেকমেট, পাওয়ার পিক্সেল, কাগজ ডটকম ২.০, থ্রি ডট, নাইট আউল।
বিজয়ী দল টিম কাগজ ডট কম এর সদস্য ফাইরোজ বিনতে জাকারিয়া বলেন, “আমাদের এই জার্নিটা শুধু জেতার জন্য না, শেখার জন্যও ছিল। এর আগেও আমরা এখানে অংশগ্রহণ করেছি, সেকেন্ড রানারআপ হয়েছিলাম। এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বেশ ভালো লাগছে কারণ আমরা টিম হিসেবে সকল ভুলের ঊর্ধ্বে গিয়ে জিতেছি।”
অনুষ্ঠানে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো: আবিদ শাহরিয়ার বলেন, “সব গ্রুপের প্রেজেন্টেশন খুব ভালো ছিলো, এই প্রতিযোগিতায় আপনারা ১০ মিনিট করে সময় পেয়েছেন কিন্তু জাতীয় এবং বিশ্ব পর্যায়ে ৪ মিনিট সময় পাবেন বিট করার জন্য আর ৪ মিনিট সময় পাবেন প্রশ্ন উত্তরের জন্য। হাল্ট প্রাইজ আপনার কাছ থেকে ডিজাইন চায় না, আপনার থেকে একটা বিজনেস মডেল বা আইডিয়া চায় যেটা বিশ্বকে পরিবর্তন করবে।”
প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন, “আমাদের এই টপ থ্রি টিম পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। এইবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের দিকেও ফোকাস করেছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম দেখিয়েছেন এবং আমাদের সামনে আরও কিছু প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম হবে।”




















