Ovijatra
ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

রাত হলেই ফুডকোর্ট ভ্যানের গ্যারেজে পরিণত হয় কবি নজরুল কলেজ

Link Copied!

রাত হলেই ফুডকোর্ট ভ্যানের গ্যারেজে পরিণত হয় কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসের সামনে ফুটপাতে দেওয়া ফুডকোর্টের বেচা কেনা শেষে ভ্যানগুলোর ঠাঁই হয় কলেজের অভ্যন্তরে। অথচ এ বিষয়ে নির্বিকার কলেজ প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) রাতে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই কলেজ মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় দেখা যায় ১০- ১৫ টি ফুডকোর্ট ভ্যান।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকেই কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের ছত্রছায়ায় এই ফুডকোর্ট ভ্যানগুলো এখানে রাখা হয়।

সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, এটা কী কলেজ নাকি ফুডকোর্টের গাড়ি রাখার গ্যারেজ? ক্যাম্পাস চলাকালীন সময়ে এই ভ্যানগুলো গেট দিয়ে বের করা হয়। বিভিন্ন সময় দেখা যায় শিক্ষার্থীদের গায়ে লেগে অনেক আহত হন। তবুও দিনের পর দিন তারা ভ্যানগুলো ক্যাম্পাসে রেখে চলেছে। কোন প্রভাবে তারা এই ভ্যানগুলো রাখে? এগুলো রুখতে কলেজ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। যা দুঃখজনক।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, রাতে এই ভ্যানগুলো ক্যাম্পাসে রাখা হয় কিনা সে বিষয়ে আমার জানা ছিলো না। যদিও দিনে রাখার বিষয়টি আমি ইতিমধ্যে নিষেধ করেছি। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবো। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যারা পরবর্তীতে রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।