ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারসহ জাকসুর পাঁচ দফা দাবি Logo হাবিপ্রবির টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ইমন-শুভ Logo হাবিপ্রবি পদার্থবিজ্ঞান ক্লাবের নেতৃত্বে রাকিব-তানজিদ Logo ভিভোর ৮ বছর,এক্স২০০ এ থাকছে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত Logo জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস Logo কুয়াশার ছোঁয়ায় যবিপ্রবি ক্যাম্পাসে শীতের আগমন Logo প্রাথমিকে ‘ধর্মীয় শিক্ষক’ নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo সিসিইউতে ফারুক আহমেদ, হার্টে বসানো হয়েছে রিং Logo সিলেটে ঐতিহাসিক ঘড়িঘরের সামনে টেস্ট ট্রফি উন্মোচন

খুদের পোলাও রান্নার রেসিপি

খুদের পোলাও, খুদের ভাত, বউয়াভাত- নানা নামে ডাকা হয় এই খাবারকে। চাল তৈরি করতে গিয়ে কিছু চাল ভেঙে যায়। সেগুলোকে বলা হয় খুদ। এই খুদ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু খুদের পোলাও। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই পোলাও খেতে বেশ লাগে। সকালের খাবার হিসেবে এটি বেশ দুর্দান্ত। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খুদের চাল- ২  কাপ

তেজপাতা- ১টি

দারুচিনি- ১ টুকরা

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ + ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ২টি

আস্ত শুকনা মরিচ- ৩টি

লবণ- স্বাদমতো

সরিষার তেল- ৩ টেবিল চামচ

গরম পানি- ৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

খুদের চাল ভালোভাবে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে রাখুন। এবার পাতিলে তেল গরম হতে দিন। গরম তেলে একে একে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। এবার চাল দিয়ে দিন। চালের উপর আদা, রসুন, লবণ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চাল ভাজা ভাজা করে নিন। এখন চালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন।

চাল ফুটে উঠলে কাঠের হাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিন। চুলার আঁচ একেবারে লো তে দিয়ে রাখুন ১৫-২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আর চাল নাড়াচাড়া করবেন না এবং ঢাকনাও খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে হালকা হাতে পোলাও নেড়ে আবার মুখ বন্ধ করে দিন। এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত। পছন্দসই যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করুন।

জনপ্রিয়

জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারসহ জাকসুর পাঁচ দফা দাবি

খুদের পোলাও রান্নার রেসিপি

প্রকাশিত ০২:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

খুদের পোলাও, খুদের ভাত, বউয়াভাত- নানা নামে ডাকা হয় এই খাবারকে। চাল তৈরি করতে গিয়ে কিছু চাল ভেঙে যায়। সেগুলোকে বলা হয় খুদ। এই খুদ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু খুদের পোলাও। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই পোলাও খেতে বেশ লাগে। সকালের খাবার হিসেবে এটি বেশ দুর্দান্ত। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খুদের চাল- ২  কাপ

তেজপাতা- ১টি

দারুচিনি- ১ টুকরা

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ + ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ২টি

আস্ত শুকনা মরিচ- ৩টি

লবণ- স্বাদমতো

সরিষার তেল- ৩ টেবিল চামচ

গরম পানি- ৩ কাপ।

যেভাবে তৈরি করবেন

খুদের চাল ভালোভাবে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর চাল থেকে পানি ঝরিয়ে রাখুন। এবার পাতিলে তেল গরম হতে দিন। গরম তেলে একে একে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। এবার চাল দিয়ে দিন। চালের উপর আদা, রসুন, লবণ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে চাল ভাজা ভাজা করে নিন। এখন চালের মধ্যে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির ঢাকনা দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন।

চাল ফুটে উঠলে কাঠের হাতা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিন। চুলার আঁচ একেবারে লো তে দিয়ে রাখুন ১৫-২০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আর চাল নাড়াচাড়া করবেন না এবং ঢাকনাও খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ঢাকনা খুলে হালকা হাতে পোলাও নেড়ে আবার মুখ বন্ধ করে দিন। এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত। পছন্দসই যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করুন।