দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (১০মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন করে সংগঠনটি। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, মনিরুল হক, সদস্য সাব্বির, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সৌরভ, উল্লাস, মুক্তাদির, সাক্ষরসহ বিশের অধিক নেতাকর্মী অংশ নেয়।
এ সময় তাদের হাতে ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব দে’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ ‘তনু, তানিয়া, নুসরাত, আছিয়া তারপর কে?’, ‘ধর্ষকদের কোন ক্ষমা নাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আছিয়া ধর্ষণ মামলায় ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। সারাদেশে সিরিজ ধর্ষণ চলছে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের সব কর্মকর্তা কমর্চারী বহাল তবিয়তেই আছে। সংস্কারের নামে টালবাহানা চলছে।বর্তমান ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আমরা ব্যর্থ হতে দেবো না। কিন্তু তাদের কর্মকান্ড আমাদের পছন্দ হচ্ছে না। সারা বাংলাদেশে খুন, ছিনতাই অহরহ ঘটছে। মা বোনেরা কোথাও নিরাপদে যেতে পারছে না। গোটা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মক্ষেত্রে মা-বোনেরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছে। সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত এসব ঘটনার সমাধান করুন। অতি দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। আমরা ধর্ষক মুক্ত, নিপীড়ক মুক্ত বাংলাদেশ চাই।”
