ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫-এ যবিপ্রবির এনএএমই ল্যাবের ন্যানো ইউরিয়া প্রদর্শনী

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৫ বার পঠিত

টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যানো-বায়ো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি বিষয়ক গবেষকরা। এরই অংশ হিসেবে ঢাকার আমারি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫”-এ দেশ-বিদেশের কৃষিবিদ, নীতিনির্ধারক এবং শিল্পপ্রতিনিধিদের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবরেটরি অফ ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই ল্যাব) তাদের উদ্ভাবিত ন্যানো-বায়ো সার ও প্রযুক্তি প্রদর্শন করেছে।

২৫ মে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীর মূল অংশে এনএএমই ল্যাবের প্রধান অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান “ন্যানো-বায়ো ফার্টিলাইজার: টেকসই কৃষির ভবিষ্যৎ” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। তিনি বলেন, “ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক এবং ন্যানো-ভিটামিন সমৃদ্ধ সার মাটির স্বাস্থ্য রক্ষা করে ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এতে রাসায়নিক সারের ব্যবহার কমে, যা পরিবেশের জন্য উপকারী।”

এ সময় সেখানে এনএএমই ল্যাবের উদ্ভাবিত বিভিন্ন ন্যানো পন্যও প্রদর্শন করা হয়। এনএএমই ল্যাবের স্টলে প্রদর্শিত হয়, ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক সমৃদ্ধ সার এবং ন্যানো-ক্যারিয়ার ভিত্তিক কীটনাশক।

এগ্রো কনক্লেভ আয়োজন নিয়ে গবেষক ও ন্যানো ইউরিয়ার উদ্ভাবক ড. খান জানান, “এ ধরনের আয়োজন শিল্পখাতের সঙ্গে গবেষণার সেতুবন্ধন তৈরি করে। আমাদের উদ্ভাবন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।”

লাইটক্যাসল পার্টনার্সের আয়োজনে এই সম্মেলনে আলোচনায় উঠে আসে,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্মার্ট কৃষিপ্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে ন্যানো-বায়ো সার ও জৈব কৌশলের ভূমিকা সহ কৃষির বিভিন্ন দিক। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ-এর মতো আয়োজন গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সমন্বয় ঘটিয়ে কৃষির টেকসই ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫-এ যবিপ্রবির এনএএমই ল্যাবের ন্যানো ইউরিয়া প্রদর্শনী

প্রকাশিত ১০:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ন্যানো-বায়ো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি বিষয়ক গবেষকরা। এরই অংশ হিসেবে ঢাকার আমারি হোটেলে অনুষ্ঠিত “বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ ২০২৫”-এ দেশ-বিদেশের কৃষিবিদ, নীতিনির্ধারক এবং শিল্পপ্রতিনিধিদের সামনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবরেটরি অফ ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই ল্যাব) তাদের উদ্ভাবিত ন্যানো-বায়ো সার ও প্রযুক্তি প্রদর্শন করেছে।

২৫ মে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীর মূল অংশে এনএএমই ল্যাবের প্রধান অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান “ন্যানো-বায়ো ফার্টিলাইজার: টেকসই কৃষির ভবিষ্যৎ” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। তিনি বলেন, “ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক এবং ন্যানো-ভিটামিন সমৃদ্ধ সার মাটির স্বাস্থ্য রক্ষা করে ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এতে রাসায়নিক সারের ব্যবহার কমে, যা পরিবেশের জন্য উপকারী।”

এ সময় সেখানে এনএএমই ল্যাবের উদ্ভাবিত বিভিন্ন ন্যানো পন্যও প্রদর্শন করা হয়। এনএএমই ল্যাবের স্টলে প্রদর্শিত হয়, ন্যানো-ইউরিয়া, ন্যানো-জিংক সমৃদ্ধ সার এবং ন্যানো-ক্যারিয়ার ভিত্তিক কীটনাশক।

এগ্রো কনক্লেভ আয়োজন নিয়ে গবেষক ও ন্যানো ইউরিয়ার উদ্ভাবক ড. খান জানান, “এ ধরনের আয়োজন শিল্পখাতের সঙ্গে গবেষণার সেতুবন্ধন তৈরি করে। আমাদের উদ্ভাবন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি।”

লাইটক্যাসল পার্টনার্সের আয়োজনে এই সম্মেলনে আলোচনায় উঠে আসে,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্মার্ট কৃষিপ্রযুক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে ন্যানো-বায়ো সার ও জৈব কৌশলের ভূমিকা সহ কৃষির বিভিন্ন দিক। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রো কনক্লেভ-এর মতো আয়োজন গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সমন্বয় ঘটিয়ে কৃষির টেকসই ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।