ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

বিকেএসপি কাপ স্কোয়াশ প্রতিয়োগীতা: এস এ গেইমসের প্রস্তুতি শুরু

বিকেএসপি কাপ স্কোয়াশ প্রতিয়োগীতা: এস এ গেইমসের প্রস্তুতি শুরু

আজ (২৯ মে ২০২৪) চট্টগ্রাম বিকেএসপিতে অত্যান্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে শেষ হ’ল, “১ম বিকেএসপি কাপ স্কোয়াশ প্রতিয়োগীতা ২০২৫”। দেশ সেরা ৫০ জন পুরুষ খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগতায় উন্মুক্ত গ্রুপে চ্যাম্পিয়ন সেনাবাহিনী এবং রানাস্আপ বিকেএসপি। বয়স ভিত্তিক তিনটি গ্রুপে যথা অনুর্ধ ১৫, ১৭ ও ১৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি; অনুর্ধ ১৭ ও ১৯ গ্রুপে রানাস্আপ ঢাকা স্কোয়াশ একাডেমি এবং অনুর্ধ ১৫ গ্রুপে ভাষানটেক স্কুল।

উল্লেখ্য যে প্রস্তুতির অংশ হিসাবে এস এ গেইমসের আইন-কানুন মেনে দলগত ও লীগ পদ্ধতিতে প্রতিযোগীতাটি পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, চট্টগ্রাম ক্লাব, ঢাকা স্কোয়াশ একাডেমি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল, মীরপুর ক্যান্টনমেন্ট স্কুল, ভাষানটেক স্কুল, শাহীন কলেজে, গোল্ডেন বেঙ্গল স্কুল ও কালশী স্কুলের নির্বাচিত খেলোয়াড়রা চারটি গ্রুপে অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) এবং বিশেষ অতিথি কর্নেল মো: মাহমুদ হাসান, পরিচালক প্রশিক্ষন, বিকেএসপি। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের লেভেল-২ কোচিং কোর্স সফল ভাবে (বাংলাদেশে প্রথম) সম্পন্ন করার জন্যে ফেডারেশনের পক্ষ থেকে ফজলে ওয়ালী আহমেদকে ফুলেলে শুভেচ্ছা প্রদান করা হয়।

বিশেষ অতিথি বিকেএসপিতে স্কোয়াশের মহিলা শাখা চালু করা, একজন বিদেশি কোচ আনা এবং চট্টগ্রামে আধুনিক জীম ও একটি ডাবলস স্কোয়াশ কোর্টেসহ কমপ্লেক্সটিকে স্বয়ংসম্পূর্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রধান অতিথি
“১ম বিকেএসপি কাপ স্কোয়াশ পতিযোগীতা ২০২৫” সফল ও সুন্দর ভাবে আয়োজন করার জন্যে বিকেএসপিকে এবং অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচ/অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য যে উক্ত প্রতিযোগীতার পর ৩০ ও ৩১ মে তারিখে সুমন, শহীদ, রনি, সাইফুল, শাহাদাৎ, সাইমুন, আমিনুল, পারভেজ, আবেদ, কামরুল ও আপনসহ দেশ সেরা ১৫ জন স্কোয়াশ খেলোয়াড়দের নিয়ে একটি উন্মুক্ত নির্বাচনী প্রতিযোগীতার মাধ্যমে  এস এস গেইমসের প্রাথমিক দল নির্বাচন করা হবে। ঈদের পর উক্ত দল একজন বিদেশি কোচের তত্বাবধানে নিবিড় কোচিং ক্যাম্পে যোগ দিবে।

আরো জানা গেল যে, ২৬-৩০ জুলাই একটি আন্তর্জাতিক পেশাদার, আগস্টের শেষ সপ্তাহে জাতীয় এবং ডিসেম্বরে আর একটি বড় ধরনের প্রতিযোতীতার আয়োজন করে খেলোয়াড়দের মান ও অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি মানষিক ভাবে প্রস্তুত করা হবে।

জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

বিকেএসপি কাপ স্কোয়াশ প্রতিয়োগীতা: এস এ গেইমসের প্রস্তুতি শুরু

প্রকাশিত ১০:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আজ (২৯ মে ২০২৪) চট্টগ্রাম বিকেএসপিতে অত্যান্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে শেষ হ’ল, “১ম বিকেএসপি কাপ স্কোয়াশ প্রতিয়োগীতা ২০২৫”। দেশ সেরা ৫০ জন পুরুষ খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগতায় উন্মুক্ত গ্রুপে চ্যাম্পিয়ন সেনাবাহিনী এবং রানাস্আপ বিকেএসপি। বয়স ভিত্তিক তিনটি গ্রুপে যথা অনুর্ধ ১৫, ১৭ ও ১৯ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি; অনুর্ধ ১৭ ও ১৯ গ্রুপে রানাস্আপ ঢাকা স্কোয়াশ একাডেমি এবং অনুর্ধ ১৫ গ্রুপে ভাষানটেক স্কুল।

উল্লেখ্য যে প্রস্তুতির অংশ হিসাবে এস এ গেইমসের আইন-কানুন মেনে দলগত ও লীগ পদ্ধতিতে প্রতিযোগীতাটি পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, চট্টগ্রাম ক্লাব, ঢাকা স্কোয়াশ একাডেমি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল, মীরপুর ক্যান্টনমেন্ট স্কুল, ভাষানটেক স্কুল, শাহীন কলেজে, গোল্ডেন বেঙ্গল স্কুল ও কালশী স্কুলের নির্বাচিত খেলোয়াড়রা চারটি গ্রুপে অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ) এবং বিশেষ অতিথি কর্নেল মো: মাহমুদ হাসান, পরিচালক প্রশিক্ষন, বিকেএসপি। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের লেভেল-২ কোচিং কোর্স সফল ভাবে (বাংলাদেশে প্রথম) সম্পন্ন করার জন্যে ফেডারেশনের পক্ষ থেকে ফজলে ওয়ালী আহমেদকে ফুলেলে শুভেচ্ছা প্রদান করা হয়।

বিশেষ অতিথি বিকেএসপিতে স্কোয়াশের মহিলা শাখা চালু করা, একজন বিদেশি কোচ আনা এবং চট্টগ্রামে আধুনিক জীম ও একটি ডাবলস স্কোয়াশ কোর্টেসহ কমপ্লেক্সটিকে স্বয়ংসম্পূর্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রধান অতিথি
“১ম বিকেএসপি কাপ স্কোয়াশ পতিযোগীতা ২০২৫” সফল ও সুন্দর ভাবে আয়োজন করার জন্যে বিকেএসপিকে এবং অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচ/অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য যে উক্ত প্রতিযোগীতার পর ৩০ ও ৩১ মে তারিখে সুমন, শহীদ, রনি, সাইফুল, শাহাদাৎ, সাইমুন, আমিনুল, পারভেজ, আবেদ, কামরুল ও আপনসহ দেশ সেরা ১৫ জন স্কোয়াশ খেলোয়াড়দের নিয়ে একটি উন্মুক্ত নির্বাচনী প্রতিযোগীতার মাধ্যমে  এস এস গেইমসের প্রাথমিক দল নির্বাচন করা হবে। ঈদের পর উক্ত দল একজন বিদেশি কোচের তত্বাবধানে নিবিড় কোচিং ক্যাম্পে যোগ দিবে।

আরো জানা গেল যে, ২৬-৩০ জুলাই একটি আন্তর্জাতিক পেশাদার, আগস্টের শেষ সপ্তাহে জাতীয় এবং ডিসেম্বরে আর একটি বড় ধরনের প্রতিযোতীতার আয়োজন করে খেলোয়াড়দের মান ও অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি মানষিক ভাবে প্রস্তুত করা হবে।