ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

জানা গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ

জানা গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ

১৮ বছর পর ফের কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে দেশটি আয়োজন করবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিন দেশের মধ্যে ম্যাচ ভাগাভাগির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন এবং পার্ল। তবে কোন মাঠে কয়টি ম্যাচ হবে, তা পরে প্রকাশ করা হবে।

অন্যদিকে, বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও দীর্ঘ ১৮ বছর পর আবারও কোনো সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ ফিরছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় একটি সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর নেতৃত্বে আছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

সংক্ষেপে ম্যাচ বণ্টন:

দক্ষিণ আফ্রিকা: ৪৪টি ম্যাচ

নামিবিয়া ও জিম্বাবুয়ে: ১০টি ম্যাচ

উল্লেখ্য, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভারতে। ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়, আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে বিদায় নেয়।

জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

জানা গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ

প্রকাশিত ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

১৮ বছর পর ফের কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে দেশটি আয়োজন করবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিন দেশের মধ্যে ম্যাচ ভাগাভাগির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন এবং পার্ল। তবে কোন মাঠে কয়টি ম্যাচ হবে, তা পরে প্রকাশ করা হবে।

অন্যদিকে, বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও দীর্ঘ ১৮ বছর পর আবারও কোনো সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ ফিরছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় একটি সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর নেতৃত্বে আছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

সংক্ষেপে ম্যাচ বণ্টন:

দক্ষিণ আফ্রিকা: ৪৪টি ম্যাচ

নামিবিয়া ও জিম্বাবুয়ে: ১০টি ম্যাচ

উল্লেখ্য, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভারতে। ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়, আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে বিদায় নেয়।