Ovijatra
ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

জানা গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ

Link Copied!

১৮ বছর পর ফের কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে দেশটি আয়োজন করবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিন দেশের মধ্যে ম্যাচ ভাগাভাগির ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন এবং পার্ল। তবে কোন মাঠে কয়টি ম্যাচ হবে, তা পরে প্রকাশ করা হবে।

অন্যদিকে, বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো আইসিসি টুর্নামেন্ট হয়েছিল ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও দীর্ঘ ১৮ বছর পর আবারও কোনো সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ ফিরছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় একটি সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর নেতৃত্বে আছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

সংক্ষেপে ম্যাচ বণ্টন:

দক্ষিণ আফ্রিকা: ৪৪টি ম্যাচ

নামিবিয়া ও জিম্বাবুয়ে: ১০টি ম্যাচ

উল্লেখ্য, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভারতে। ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়, আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে বিদায় নেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।