ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক পদধারী নেতা।

রবিবার (১২ আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে পাকড়াও করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সর্বশেষ কমিটির সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খেতে গেলে‌ দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় হস্তান্তর করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক পদধারী নেতা।

রবিবার (১২ আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে পাকড়াও করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সর্বশেষ কমিটির সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খেতে গেলে‌ দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় হস্তান্তর করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।