ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৬২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক পদধারী নেতা।

রবিবার (১২ আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে পাকড়াও করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সর্বশেষ কমিটির সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খেতে গেলে‌ দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় হস্তান্তর করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক পদধারী নেতা।

রবিবার (১২ আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে পাকড়াও করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সর্বশেষ কমিটির সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খেতে গেলে‌ দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় হস্তান্তর করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।