ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

ছাত্রশিবিরের পক্ষ থেকে এত সুন্দর নবীনবরণ পাওয়া ভাগ্যের বিষয়: জাবি প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (শাখা) ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের (৫৪তম ব্যাচ) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ কথা বলেন।

শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জাবি প্রক্টর বলেন, আমি মনে করি, একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন একটি নবীনবরণ অনুষ্ঠান প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য সত্যিই ভাগ্যের বিষয়। তাই নবীন শিক্ষার্থীদের এর যথাযথ মূল্যয়ন করা জরুরি।

তিনি নবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে সবচেয়ে বড় কাজ নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা। দক্ষতা অর্জন করা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকার কোন বিকল্প নেই।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তরুন সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেজন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোন বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যালয়ের রীতিনীতি মেনে চলার তাগিদ দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫টি বছর তোমাদের পথচলা সুন্দর ও মসৃণ হোক সেই কামনা করি। কিন্ত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক রীতিনীতি মেনে চলতে হবে। শৃংখলা পরিপন্থী কোন কাজে যুক্ত হওয়া যাবে না এবং সর্বোপরি মানুষের মতো মানুষ হতে হবে।

নিরাপত্তার বিষয় উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের তিনি বলেন, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে আছি, যেকোন কাজে সহায়তা চাইতে আমাকে আপনারা ফোন দেবেন, আমি আমার দায়িত্বশীলতার জায়গা আপনাদের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।

পরিশেষে জাবি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির যেভাবে গতবছরের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তেমনি করে আগামীর দিনগুলোতেও তারা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলে নিয়ে সক্রিয় থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

উক্ত নবীনবরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, হল প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জাবি শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

ছাত্রশিবিরের পক্ষ থেকে এত সুন্দর নবীনবরণ পাওয়া ভাগ্যের বিষয়: জাবি প্রক্টর

প্রকাশিত ১১:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (শাখা) ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের (৫৪তম ব্যাচ) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ কথা বলেন।

শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জাবি প্রক্টর বলেন, আমি মনে করি, একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন একটি নবীনবরণ অনুষ্ঠান প্রথমবর্ষের শিক্ষার্থীদের জন্য সত্যিই ভাগ্যের বিষয়। তাই নবীন শিক্ষার্থীদের এর যথাযথ মূল্যয়ন করা জরুরি।

তিনি নবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে সবচেয়ে বড় কাজ নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা। দক্ষতা অর্জন করা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকার কোন বিকল্প নেই।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তরুন সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেজন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোন বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যালয়ের রীতিনীতি মেনে চলার তাগিদ দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫টি বছর তোমাদের পথচলা সুন্দর ও মসৃণ হোক সেই কামনা করি। কিন্ত বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক রীতিনীতি মেনে চলতে হবে। শৃংখলা পরিপন্থী কোন কাজে যুক্ত হওয়া যাবে না এবং সর্বোপরি মানুষের মতো মানুষ হতে হবে।

নিরাপত্তার বিষয় উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের তিনি বলেন, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে আছি, যেকোন কাজে সহায়তা চাইতে আমাকে আপনারা ফোন দেবেন, আমি আমার দায়িত্বশীলতার জায়গা আপনাদের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।

পরিশেষে জাবি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির যেভাবে গতবছরের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তেমনি করে আগামীর দিনগুলোতেও তারা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলে নিয়ে সক্রিয় থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

উক্ত নবীনবরণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, হল প্রভোস্টবৃন্দ ও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জাবি শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।