ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

ইকসু গঠনতন্ত্রে যুক্ত হলো ‘ধর্ম বিষয়ক সম্পাদক’ পদ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্রের খসড়ায় নতুন করে “ধর্ম বিষয়ক সম্পাদক” পদ যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ইউজিসিতে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়াতে পদটি সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা যায়, পূর্ববর্তী খসড়ায় এই পদটি না থাকলেও সিন্ডিকেট সভায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে মোট পদসংখ্যা ২৫-ই রাখা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য ৬ জনের বদলে ৫ জন নির্ধারণ করা হয়েছে।

ইকসুর অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে — সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ক্যারিয়ার, শিক্ষা ও গবেষণা প্রকাশনা সম্পাদক, শিক্ষার্থী পরিবহন সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এবং নির্বাহী সদস্য ৫ জন।

উল্লেখ্য, ২৫ টি পদের মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং তার মনোনীত একজন শিক্ষক ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

ইকসু গঠনতন্ত্রে যুক্ত হলো ‘ধর্ম বিষয়ক সম্পাদক’ পদ

প্রকাশিত ০২:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইকসু) গঠনতন্ত্রের খসড়ায় নতুন করে “ধর্ম বিষয়ক সম্পাদক” পদ যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ইউজিসিতে পাঠানোর জন্য অনুমোদন দেওয়া গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়াতে পদটি সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা যায়, পূর্ববর্তী খসড়ায় এই পদটি না থাকলেও সিন্ডিকেট সভায় এটিকে অন্তর্ভুক্ত করা হয়। তবে মোট পদসংখ্যা ২৫-ই রাখা হয়েছে, যেখানে নির্বাহী সদস্য ৬ জনের বদলে ৫ জন নির্ধারণ করা হয়েছে।

ইকসুর অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে — সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস), মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজ কল্যাণ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ক্যারিয়ার, শিক্ষা ও গবেষণা প্রকাশনা সম্পাদক, শিক্ষার্থী পরিবহন সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার ও সেমিনার সম্পাদক, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, এবং নির্বাহী সদস্য ৫ জন।

উল্লেখ্য, ২৫ টি পদের মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং তার মনোনীত একজন শিক্ষক ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।