ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে মোট ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশতলা ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা এই লেকগুলোতে অবমুক্ত করা হবে। লেকগুলোর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় পরিবারের আমিষের চাহিদা আংশিক পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
















