ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে ঘটল। সবশেষ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে গোল্ডেন গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি ধূসর হওয়ার পর দুই দশক পর আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল লাল-সবুজরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। যদিও গোল না পেলেও পুরো ম্যাচজুড়ে অনবদ্য পারফরম্যান্সে নজর কেড়েছেন ব্রিটিশ-বংশোদ্ভূত বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী।

ম্যাচের ১১তম মিনিটেই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে লিড নেয় বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেনের নিখুঁত পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান মোরসালিন। ম্যাচের বাকি সময় জুড়ে আর কোনো গোল না হলেও এই গোলই নির্ধারণ করে বিজয়ীর ভাগ্য।

ম্যাচজুড়ে ভারত বারবার আক্রমণে উঠলেও বাংলাদেশকে রক্ষা করেন মিডফিল্ডার হামজা চৌধুরী। বিশেষ করে ৩১তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলের সুযোগে নেওয়া লালিয়ানজুয়ালার শটটি গোললাইন থেকে মাথা দিয়ে ক্লিয়ার করে দেন তিনি।

এছাড়া প্রথমার্ধের শেষ দিকে হামজার নেওয়া একটি দুর্দান্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি সামলে নেন।

দ্বিতীয়ার্ধে ভারত প্রবল আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণাত্মক ফুটবল খেলে লিড ধরে রাখে। শেষ মুহূর্তে ভারতের একের পর এক আক্রমণও রুখে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারানোর পর দীর্ঘ ২২ বছর ভারতের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এর মাঝে ১০ ম্যাচে ৬টি ড্র ও ৪টি হারের হতাশা ছিল। অবশেষে মোরসালিন-হামজাদের নৈপুণ্যে এশিয়ান কাপ বাছাইয়ে এল কাঙ্ক্ষিত জয়।

বাংলাদেশের এই জয় দেশজুড়ে এনে দিয়েছে নতুন উচ্ছ্বাস ও আশাবাদ।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

প্রকাশিত ১২:১৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে ঘটল। সবশেষ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে গোল্ডেন গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি ধূসর হওয়ার পর দুই দশক পর আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল লাল-সবুজরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। যদিও গোল না পেলেও পুরো ম্যাচজুড়ে অনবদ্য পারফরম্যান্সে নজর কেড়েছেন ব্রিটিশ-বংশোদ্ভূত বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী।

ম্যাচের ১১তম মিনিটেই দুর্দান্ত এক পাল্টা আক্রমণে লিড নেয় বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেনের নিখুঁত পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান মোরসালিন। ম্যাচের বাকি সময় জুড়ে আর কোনো গোল না হলেও এই গোলই নির্ধারণ করে বিজয়ীর ভাগ্য।

ম্যাচজুড়ে ভারত বারবার আক্রমণে উঠলেও বাংলাদেশকে রক্ষা করেন মিডফিল্ডার হামজা চৌধুরী। বিশেষ করে ৩১তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলের সুযোগে নেওয়া লালিয়ানজুয়ালার শটটি গোললাইন থেকে মাথা দিয়ে ক্লিয়ার করে দেন তিনি।

এছাড়া প্রথমার্ধের শেষ দিকে হামজার নেওয়া একটি দুর্দান্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি সামলে নেন।

দ্বিতীয়ার্ধে ভারত প্রবল আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণাত্মক ফুটবল খেলে লিড ধরে রাখে। শেষ মুহূর্তে ভারতের একের পর এক আক্রমণও রুখে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারানোর পর দীর্ঘ ২২ বছর ভারতের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এর মাঝে ১০ ম্যাচে ৬টি ড্র ও ৪টি হারের হতাশা ছিল। অবশেষে মোরসালিন-হামজাদের নৈপুণ্যে এশিয়ান কাপ বাছাইয়ে এল কাঙ্ক্ষিত জয়।

বাংলাদেশের এই জয় দেশজুড়ে এনে দিয়েছে নতুন উচ্ছ্বাস ও আশাবাদ।