ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৫ অক্টোবর) এই খবর জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছেন। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “সীমান্তে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। পরে দশজন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহিদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।”

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।

সূত্র : রয়টার্স

জনপ্রিয়

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা

প্রকাশিত ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৫ অক্টোবর) এই খবর জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছেন। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “সীমান্তে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। পরে দশজন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহিদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।”

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।

সূত্র : রয়টার্স