ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। প্রায় এক মাসের অপেক্ষা শেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ শর্তসাপেক্ষে এই অনুমোদন দিয়েছে বলে শনিবার জানানো হয়েছে।

২০২৫ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার আইপিএলের শিরোপা জেতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে সেই ঐতিহাসিক জয়ের উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। মর্মান্তিক সেই ঘটনার পর স্টেডিয়ামটির ম্যাচ আয়োজনের অনুমতি স্থগিত করা হয়। ফলে আনন্দের মুহূর্তটি রূপ নেয় শোকাবহ স্মৃতিতে।

অনুমতি ফিরে পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের ম্যাচ আয়োজনের পথ আবার খুলল চিন্নাস্বামীর জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিশেষ কিছু শর্ত ও নির্দেশনা মেনে চলার ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হলো।”

এর আগে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ) বিভিন্ন পর্যায়ে অনুমতির জন্য আবেদন করতে হয়। এমনকি আরসিবির প্রধান নির্বাহী রাজেশ মেনন ২০২৬ আইপিএলে হোম ম্যাচ আয়োজনের বিকল্প হিসেবে রায়পুর স্টেডিয়ামের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। বর্তমানে নারী আইপিএলের ম্যাচগুলো বেঙ্গালুরু দল খেলছে পুনে ও নাভি মুম্বাইয়ে।

কেএসসিএর মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয় জানান, ভারত সরকারের মনোনীত টাস্কফোর্স কমিটির ইতিবাচক প্রতিবেদনের পরই এই অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “স্টেডিয়াম খুঁটিয়ে পরীক্ষা করে ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছে কমিটি। সরকারের নির্ধারিত সব শর্ত আমরা পূরণ করতে আত্মবিশ্বাসী।”

নিরাপত্তা জোরদারে কর্ণাটক সরকারকে বিস্তারিত পরিকল্পনা দিয়েছে কেএসসিএ। এর অংশ হিসেবে পুরো স্টেডিয়ামে বসানো হবে ৩০০ থেকে ৩৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর (এআই) ক্যামেরা। এতে এককালীন প্রায় সাড়ে চার কোটি রুপি খরচ হবে, যা বহন করবে কেএসসিএ। এসব ক্যামেরার মাধ্যমে দর্শকদের চলাচল, লাইনের শৃঙ্খলা এবং অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে।

এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সময়মতো অনুমতি না থাকায় চিন্নাস্বামী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর পাশাপাশি ভারতে বিশ্বকাপের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে।

জনপ্রিয়

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

প্রকাশিত ০১:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। প্রায় এক মাসের অপেক্ষা শেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ শর্তসাপেক্ষে এই অনুমোদন দিয়েছে বলে শনিবার জানানো হয়েছে।

২০২৫ সালে নিজেদের ইতিহাসে প্রথমবার আইপিএলের শিরোপা জেতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে সেই ঐতিহাসিক জয়ের উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। মর্মান্তিক সেই ঘটনার পর স্টেডিয়ামটির ম্যাচ আয়োজনের অনুমতি স্থগিত করা হয়। ফলে আনন্দের মুহূর্তটি রূপ নেয় শোকাবহ স্মৃতিতে।

অনুমতি ফিরে পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলের ম্যাচ আয়োজনের পথ আবার খুলল চিন্নাস্বামীর জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিশেষ কিছু শর্ত ও নির্দেশনা মেনে চলার ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হলো।”

এর আগে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ) বিভিন্ন পর্যায়ে অনুমতির জন্য আবেদন করতে হয়। এমনকি আরসিবির প্রধান নির্বাহী রাজেশ মেনন ২০২৬ আইপিএলে হোম ম্যাচ আয়োজনের বিকল্প হিসেবে রায়পুর স্টেডিয়ামের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। বর্তমানে নারী আইপিএলের ম্যাচগুলো বেঙ্গালুরু দল খেলছে পুনে ও নাভি মুম্বাইয়ে।

কেএসসিএর মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয় জানান, ভারত সরকারের মনোনীত টাস্কফোর্স কমিটির ইতিবাচক প্রতিবেদনের পরই এই অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “স্টেডিয়াম খুঁটিয়ে পরীক্ষা করে ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছে কমিটি। সরকারের নির্ধারিত সব শর্ত আমরা পূরণ করতে আত্মবিশ্বাসী।”

নিরাপত্তা জোরদারে কর্ণাটক সরকারকে বিস্তারিত পরিকল্পনা দিয়েছে কেএসসিএ। এর অংশ হিসেবে পুরো স্টেডিয়ামে বসানো হবে ৩০০ থেকে ৩৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর (এআই) ক্যামেরা। এতে এককালীন প্রায় সাড়ে চার কোটি রুপি খরচ হবে, যা বহন করবে কেএসসিএ। এসব ক্যামেরার মাধ্যমে দর্শকদের চলাচল, লাইনের শৃঙ্খলা এবং অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে।

এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সময়মতো অনুমতি না থাকায় চিন্নাস্বামী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর পাশাপাশি ভারতে বিশ্বকাপের ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে।