ফেনী শহরের রামপুরে রামপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৬০০ জন হতদরিদ্র রোগী ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়েছেন এবং এইচএসসি ও আলিম উত্তীর্ণ ২০ কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) শহরের মধ্যম রামপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী। রামপুর সমাজকল্যাণ সংসদের সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রামপুর সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মামুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, রামপুর সমাজকল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক রহিমুল্লাহ সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাটোয়ারী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, বিশিষ্ট যুবনেতা রাসেল পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ খোকন, মমিনুল হক মিয়াদন, দিদারুল আলম, ফখরুল ইসলাম ভূঁইয়া, ফারুক, মনিরুজ্জামান, শেখ ফরিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য, ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি একরামুল হক এরফান।
অনুষ্ঠানে রামপুর সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মামুন বলেন, রামপুর সমাজ কল্যাণ সংসদ ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক সমাজের কল্যাণে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের ফ্রী মেডিকেল ক্যাম্প ও এইচএসসি/আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি।
তিনি আরো বলেন, সমাজের মানুষের কল্যাণমূলক কাজ করতে গিয়ে এবং মানুষকে সত্য ও সুন্দরের পক্ষে আহবান করতে গিয়ে বিগত সরকারের হামলা মামলার শিকার হয়েছে বার বার। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে, তাই আমরা এই বিজয়কে কাজে লাগিয়ে সমাজের সকলে হাতে হাত রেখে মিলেমিশে এই সমাজকে ন্যায়ও ইনসাভিত্তিক সমাজে পরিণত করব। মাদকমুক্ত সমাজ গড়বো। সমাজের কল্যাণে পূর্বের ন্যায় আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। সকল মজলুমের পক্ষে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরশাসকের কবলে পড়ে সমাজ বিনষ্ট হয়েছে, হাজার কোটি টাকা পাচার করেছে তারা। ফেনীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে যার সাক্ষী আপনারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি যা সকল বৈষম্য কে দূর একটি সুন্দর সমাজে ও একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা রক্ত দিয়েছে। গত স্বৈরাচার সরকারের আমলে রামপুরে হাইওয়ে রাস্তার মোড়ে বহিরাগতদের অস্ত্র দিয়ে পাহারা দিতো, কারা তাদেরকে মদদ ও আশ্রয় প্রশ্রয় দিতো যা দিয়ে সমাজকে জিম্মি করতো এবং চাঁদাবাজি করতো।তারাই ৪ আগষ্ট অস্ত্র দিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্মম ব্রাশফায়ার ও গুলি চালিয়ে ১৯ জন শিক্ষার্থীকে খুন করে। আজকে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও বৈষম্য দূর না করতে পারলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে সমাজে দুষ্কৃতকারী ও তাদের সমর্থকদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আপনাদের সুখে দুখে ও সহযোগিতায় আমি পাশে থাকবো ।আজকে যারা সংবর্ধিত হয়েছে তারা এর মাধ্যমে পড়াশুনা ভালো করতে উৎসাহিত হয়েছে। যারা এই মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের সংবর্ধনার মতো মহতী উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই।
