Ovijatra
ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

মেট্রোরেলের হাফ পাশসহ ৫ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

Link Copied!

মেট্রোরেলের হাফ পাশসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ৫ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ বিক্ষোভ সমাবেশ করে।

এসময় মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিত করা, শিক্ষা সামগ্রীর দাম কমানো, শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা সৃষ্টি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি, কর্মমুখী কারিগরি শিক্ষাসহ অসাম্প্রদায়িক, বিজ্ঞান ভিত্তিক সর্বজনীন শিক্ষা নীতি প্রণয়ণ, বিনামূল্যে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা চালু ও স্বাস্থ্য কার্ড প্রদানের দাবি জানানো হয়।

সংগঠনের ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিজম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ, কেন্দ্রীয় নেতা  রাসেল আহাম্মেদ, ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক আনন্দ দাশ, সরকারি বাঙলা কলেজ শাখার নেতা নাঈমুর রহমান ও সূত্রাপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক সাম্য দাস।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণপরিবহনে (বাস) শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিত হলেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন মেট্রোরেলে হাফপাশ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু শিক্ষার্থীদের দাবি ছিল সকল গণপরিবহনে হাফপাশ চালুর তাই মেট্রোরেল একটি গণপরিবহন হওয়ায় এখানে হাফপাশ নিশ্চিত করার দাবি জানায় ছাত্র ইউনিয়ন।

তারা বলেন, কোটা সংস্কারের  আন্দোলন মূলত ছিল কর্মসংস্থানের আন্দোলন। এ আন্দোলনে প্রেক্ষিতে হাসিনা সরকারের পতন হলেও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে উপদেষ্টামন্ডলির কোন পদক্ষেপ নেই। শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা নিশ্চিত করার দাবি জানান ছাত্র নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, শিক্ষার্থীরা এখন আর  কোন রাজনৈতিক দলের  লাঠিয়াল বাহিনি হিসেবে থাকতে চায় না। কোন যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের  আন্দোলনকারীদের মুখামুখি দাঁড় না করানোর দাবি জানান তারা।

এসময় সকল সিন্ডিকেট ভেঙ্গে শিক্ষা সামগ্রির দাম কমিয়ে বাজার নিয়ন্ত্রণে দাবি জানান তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।