বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চায় তারেক রহমান। যেখানে মূল হচ্ছে তরুণরা। গত ১৫ বছরে ফ্যাসিস্টরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (১০ জানুয়ারি) মিরপুরে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন আগে দেখিনি। এটি রাজনীতিতে নতুন ধারার চিন্তা। তরুণরা যাতে বিপথে না যায় মাদক থেকে দূরে থাকে সেজন্য তারেক রহমান খেলার প্রতি আন্তরিক।
ক্রিড়ার সাথে রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ইদানিং ক্রিকেটের অনেক ভক্ত হয়েছে। তবে এক সময় ফুটবল খেলার ভক্ত ছিলো বেশি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
