ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

জয়ের দিকেই নজর সবার: শান্ত

জয়ের দিকেই নজর সবার: শান্ত

ক্রিকেটের বাইরের কোন কিছু নিয়ে চিন্তা না করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর লক্ষ্য বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টকে সামনে রেখে আজ শান্ত বলেন, ‘আমার মনে হয় দল বাইরের বিষয়গুলো নিয়ে কেউ ভাবছে না। সবাই আগামীকালের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলার দিকে মনোযোগী।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনওই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারিনি, তবে আমাদের দল এবং আমাদের ঘরের কন্ডিশনের জন্য এটি একটি বড় সুযোগ। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’

টেস্ট সিরিজ শুরুর মাত্র কয়েকদিন আগে বরখাস্ত হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গা কোচ হয়েছেন ফিল সিমন্স। ঐসময় পূর্বে ঘোষিত প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টেস্ট দিয়ে বড় ফরম্যাটকে বিদায় জানানোর কথা বলেছিলেন সাকিব। টেস্ট দলে সুযোগ পাবার পর ছাত্রদের নেতৃত্বে গনঅভ্যুথানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লিগের রাজনীতির সাথে জড়িত থাকা সাকিবের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ আরও জোরালো হওয়ায় দেশে ফেরার মত নিরাপত্তা না থাকায় বাদ পড়েন তিনি।

‘মাত্র পাঁচ দিন আগের চেয়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। নতুন কোচ এখনো অনেক বেশি পরিকল্পনার কথা বলেননি। তিনি নতুন। সব কিছু বুঝার চেস্টা করছেন। অধিনায়ক হিসেবে আমি জানি কি করতে হবে এবং আমাদের দল কিভাবে খেলতে চায়।’

নতুন কোচ খুব বেশি সময় না পাওয়ায় তিনি তার সাথে নিজের পরিকল্পনা ভাগাভাগি করেছেন বলেও উল্লেখ করেন শান্ত।তিনি আরও বলেন, ‘আমি কোচের সাথে আমার পরিকল্পনা শেয়ার করেছি। তিনি আমার সাথে একমত। আমি মনে করি, এই মাঠে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো আমরা। আমি মনে করি না পুরানো এবং নতুন কোচের মধ্যে মিশে যাওয়া গুরুত্বপূর্ণ। কারণ এখানে এখানে খেলোয়াড়দের অভিজ্ঞতা আছে। তার (হাথুরুসিংহে) অধীনে আমাদের ভাল এবং খারাপ উভয় সময়ই ছিল। আমরা কিছু ম্যাচ জিতেছি, আবার হেরেছি। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আমরা পিছনে তাকাতে পারি না। আসন্ন টেস্ট আমরা কীভাবে খেলবো সেটা গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা সাকিব এবং মুশফিকুর রহিমের শূন্যতা পূরণের দায়িত্ব তরুণদের নেওয়ার আহ্বান জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘পাইপলাইনে তরুণ ব্যাটার আছে কিন্তু মুশফিক ভাই বা সাকিব ভাইয়ের মতো কেউ চলে যাওয়ার আমাদের নতুনদের সময় দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি চাই, তরুণ খেলোয়াড়রা ঘরোয়া ম্যাচে আগ্রহ নিয়ে খেলুক। আমি চাই অন্য কারো জন্য অপেক্ষা না করে তারা নিজেরাই দায়িত্ব নিক।’

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

জয়ের দিকেই নজর সবার: শান্ত

প্রকাশিত ১১:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ক্রিকেটের বাইরের কোন কিছু নিয়ে চিন্তা না করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর লক্ষ্য বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টকে সামনে রেখে আজ শান্ত বলেন, ‘আমার মনে হয় দল বাইরের বিষয়গুলো নিয়ে কেউ ভাবছে না। সবাই আগামীকালের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলার দিকে মনোযোগী।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনওই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারিনি, তবে আমাদের দল এবং আমাদের ঘরের কন্ডিশনের জন্য এটি একটি বড় সুযোগ। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’

টেস্ট সিরিজ শুরুর মাত্র কয়েকদিন আগে বরখাস্ত হন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গা কোচ হয়েছেন ফিল সিমন্স। ঐসময় পূর্বে ঘোষিত প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টেস্ট দিয়ে বড় ফরম্যাটকে বিদায় জানানোর কথা বলেছিলেন সাকিব। টেস্ট দলে সুযোগ পাবার পর ছাত্রদের নেতৃত্বে গনঅভ্যুথানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লিগের রাজনীতির সাথে জড়িত থাকা সাকিবের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ আরও জোরালো হওয়ায় দেশে ফেরার মত নিরাপত্তা না থাকায় বাদ পড়েন তিনি।

‘মাত্র পাঁচ দিন আগের চেয়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। নতুন কোচ এখনো অনেক বেশি পরিকল্পনার কথা বলেননি। তিনি নতুন। সব কিছু বুঝার চেস্টা করছেন। অধিনায়ক হিসেবে আমি জানি কি করতে হবে এবং আমাদের দল কিভাবে খেলতে চায়।’

নতুন কোচ খুব বেশি সময় না পাওয়ায় তিনি তার সাথে নিজের পরিকল্পনা ভাগাভাগি করেছেন বলেও উল্লেখ করেন শান্ত।তিনি আরও বলেন, ‘আমি কোচের সাথে আমার পরিকল্পনা শেয়ার করেছি। তিনি আমার সাথে একমত। আমি মনে করি, এই মাঠে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো আমরা। আমি মনে করি না পুরানো এবং নতুন কোচের মধ্যে মিশে যাওয়া গুরুত্বপূর্ণ। কারণ এখানে এখানে খেলোয়াড়দের অভিজ্ঞতা আছে। তার (হাথুরুসিংহে) অধীনে আমাদের ভাল এবং খারাপ উভয় সময়ই ছিল। আমরা কিছু ম্যাচ জিতেছি, আবার হেরেছি। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, আমরা পিছনে তাকাতে পারি না। আসন্ন টেস্ট আমরা কীভাবে খেলবো সেটা গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা সাকিব এবং মুশফিকুর রহিমের শূন্যতা পূরণের দায়িত্ব তরুণদের নেওয়ার আহ্বান জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘পাইপলাইনে তরুণ ব্যাটার আছে কিন্তু মুশফিক ভাই বা সাকিব ভাইয়ের মতো কেউ চলে যাওয়ার আমাদের নতুনদের সময় দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমি চাই, তরুণ খেলোয়াড়রা ঘরোয়া ম্যাচে আগ্রহ নিয়ে খেলুক। আমি চাই অন্য কারো জন্য অপেক্ষা না করে তারা নিজেরাই দায়িত্ব নিক।’