Ovijatra
ঢাকাSaturday , 12 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

হাসিনার আমলের গুম-খুনের মতো নৃশংস আচরণ করবেন না: মঞ্জু

Link Copied!

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বীভৎস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আহ্বান জানিয়েছেন, ‘শেখ হাসিনার আমলের গুম-খুনের মতো নৃশংস আচরণ করবেন না।’

তিনি বলেন, ‘হাসিনার আমলের নৃশংস গুম-খুনের কথা মানুষ তখনই ভুলতে পারবে, যখন একই রকম খুন-খারাবি এবং পাশবিক আচরণ আগেকার ‘মজলুমদের’ দ্বারা সংগঠিত হতে থাকবে।’

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যেগে ‘ছাত্র-শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি- বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, ‘কয়দিন আগেও আমরা সব রাজনৈতিক দল এক দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম। কে ছোট কে বড় তা নিয়ে প্রশ্ন তুলিনি। সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তাহলে আজ কেন এত বিভেদ? আজ কেন আমরা একে অপরের দিকে আঙুল তুলছি?’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘শত্রুর হাতে আমাদের রক্ত ঝরলে কিংবা নিগৃহীত হয়ে জেলে গেলেই আমরা শুধু ঐক্যবদ্ধ হই। আমরা বারবার ঐক্যবদ্ধ হয়েছি, পরক্ষণেই আবার ক্ষুদ্র স্বার্থে বিরোধে লিপ্ত হয়েছি।’

বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির কথা উল্লেখ করে মঞ্জু বলেন, ‘কোনো সংস্কার দিয়ে আমাদের এই রোগ সারবে বলে মনে হয় না। ক্ষমতা পেলেই অন‍্যরে অধিকার হরণের প্রবণতা পেয়ে বসলে কোনো দলের পক্ষেই দেশ পরিবর্তন সম্ভব না।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘হাসিনার শাসনামলের পুনরাবৃত্তিই যদি আমরা করি, তাহলে আমাদের সবাইকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কেউই আমাদের ক্ষমা করবে না।’

মঞ্জু বলেন, ‘আমরা জানতাম হাসিনাকে সরাতে একটি গণঅভ্যুত্থান লাগবে। কিন্তু এই গণঅভ্যুত্থান কীভাবে হবে? এর নেতা কে হবে? এটি আমরা জানতাম না।’

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা কোনোভাবেই আমাদের শত্রুকে সুযোগ দিতে চাই না। আমাদের একে-অপরের প্রতি আঙুল তোলা এবং কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতেই হবে।’

বাবর চৌধুরীর সঞ্চালনায় ও শেখ আব্দুন নুরের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ঐকমত‍্য কমিশনের সহসভাপতি প্রফেসর ড. আলী রীয়াজসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব‍্য দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।