ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ২৩তম দিনের আলোচনাশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অধ্যাপক রীয়াজ বলেন, ‘নোট অভ্ ডিসেন্টসহ ১৯টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব সিদ্ধান্ত জুলাই জাতীয় সনদে রূপ দিতে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোটের পাশাপাশি সংবিধান সংশোধন ও যুদ্ধকালীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের পৃথকীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, পিএসসি, দুদক, সিএ এন্ড জি ও ন্যায়পাল নিয়োগবিধি আইনের মাধ্যমে সংস্কার, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতার পরিধি পুনঃবিন্যাস, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সমন্বিত প্রস্তাবের নির্দিষ্ট ধারাসমূহ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

অধ্যাপক রীয়াজ জানান, নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবেই সবচেয়ে বেশি ভিন্নমত (নোট অভ্ ডিসেন্ট) এসেছে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ বিষয়ে আজ গণফোরাম, বাসদ (মার্কসবাদী), বাসদ, ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভা বর্জন করে এবং ভিন্নমত প্রদান করে। জাতীয় সমাজতান্ত্রিক দলও একই বিষয়ে ভিন্নমত দেয়।

 

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ নির্ধারণের আহ্বান জানিয়েছে। অধ্যাপক রীয়াজ বলেন, ‘কমিশন মনে করে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন প্রয়োজন। এ নিয়ে দলগুলোর মধ্যেও আলাপ হওয়া দরকার।’

আজকের আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দল।

প্রসঙ্গত, গত ২ জুন জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্বোধনের মাধ্যমে। ৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৩টি বৈঠকে ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে: আলী রীয়াজ

প্রকাশিত ১১:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ২৩তম দিনের আলোচনাশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অধ্যাপক রীয়াজ বলেন, ‘নোট অভ্ ডিসেন্টসহ ১৯টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব সিদ্ধান্ত জুলাই জাতীয় সনদে রূপ দিতে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোটের পাশাপাশি সংবিধান সংশোধন ও যুদ্ধকালীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের পৃথকীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, পিএসসি, দুদক, সিএ এন্ড জি ও ন্যায়পাল নিয়োগবিধি আইনের মাধ্যমে সংস্কার, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতার পরিধি পুনঃবিন্যাস, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সমন্বিত প্রস্তাবের নির্দিষ্ট ধারাসমূহ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

অধ্যাপক রীয়াজ জানান, নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবেই সবচেয়ে বেশি ভিন্নমত (নোট অভ্ ডিসেন্ট) এসেছে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ বিষয়ে আজ গণফোরাম, বাসদ (মার্কসবাদী), বাসদ, ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভা বর্জন করে এবং ভিন্নমত প্রদান করে। জাতীয় সমাজতান্ত্রিক দলও একই বিষয়ে ভিন্নমত দেয়।

 

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ নির্ধারণের আহ্বান জানিয়েছে। অধ্যাপক রীয়াজ বলেন, ‘কমিশন মনে করে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন প্রয়োজন। এ নিয়ে দলগুলোর মধ্যেও আলাপ হওয়া দরকার।’

আজকের আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দল।

প্রসঙ্গত, গত ২ জুন জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্বোধনের মাধ্যমে। ৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৩টি বৈঠকে ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়।