ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

রাজনৈতিক বিভেদ ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি করতে পারে: মঞ্জু

রাজনৈতিক বিভেদ ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এবি পার্টির উদ্যোগে গণঅভ্যুত্থানে সাহসী সন্তানদের সম্মান প্রদর্শনে জুলাই-২৪ আহত বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, ‘বিভেদের কারণে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর আত্মঘাতী সংঘাতে জড়ানোর সুযোগ নাই। মত, পথ আলাদা থাকবে, সমালোচনা হবে সেটিকে মেনে নিয়েই সামনে এগোতে হবে। আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ আবার কখনো ফিরে এলে সকলকে গ্রাস করবে, জুলাইয়ের পক্ষের শক্তিদের কাউকে ছাড়বে না। তাই শত মনোমালিন্য থাকা সত্ত্বেও আমাদের ঐক্য অটুট রাখতে হবে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘যদি জুলাই গণঅভ্যুত্থান সফল না হতো, তাহলে আমাদেরকে দিনের পর দিন কারাগারে কাটাতে হতো, নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। পক্ষান্তরে যে সব পুলিশ কর্মকর্তারা গুলি করে লাশের স্তুপ তৈরি করেছিল, তারা পেত রাষ্ট্রীয় খেতাব।’

তিনি বলেন, ‘জুলাইয়ের দিনগুলোতে এবি পার্টি শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল, অন্যরাও পরে ধীরে ধীরে যুক্ত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার ফলেই সফল হয়েছে। তাই সকলের অবদানকেই স্বীকৃতি দিতে হবে, এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নাই।’

২০২৪-এর আজকের এই দিনে নিজের রিমান্ডে যাওয়ার স্মৃতিচারণ করে মঞ্জু বলেন, ‘আমরা অনেক কিছুই পাইনি, তবে আজ যে স্বাধীনভাবে কথা বলছি, লিখছি, বক্তব্য দিচ্ছি সেটা এই গণঅভ্যুত্থানের ফসল।’

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

আরও বক্তব্য দেন লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর ও নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

রাজনৈতিক বিভেদ ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি করতে পারে: মঞ্জু

প্রকাশিত ০৩:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রাজনৈতিক বিভেদ ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এবি পার্টির উদ্যোগে গণঅভ্যুত্থানে সাহসী সন্তানদের সম্মান প্রদর্শনে জুলাই-২৪ আহত বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, ‘বিভেদের কারণে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর আত্মঘাতী সংঘাতে জড়ানোর সুযোগ নাই। মত, পথ আলাদা থাকবে, সমালোচনা হবে সেটিকে মেনে নিয়েই সামনে এগোতে হবে। আমাদের মনে রাখতে হবে, ফ্যাসিবাদ আবার কখনো ফিরে এলে সকলকে গ্রাস করবে, জুলাইয়ের পক্ষের শক্তিদের কাউকে ছাড়বে না। তাই শত মনোমালিন্য থাকা সত্ত্বেও আমাদের ঐক্য অটুট রাখতে হবে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘যদি জুলাই গণঅভ্যুত্থান সফল না হতো, তাহলে আমাদেরকে দিনের পর দিন কারাগারে কাটাতে হতো, নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। পক্ষান্তরে যে সব পুলিশ কর্মকর্তারা গুলি করে লাশের স্তুপ তৈরি করেছিল, তারা পেত রাষ্ট্রীয় খেতাব।’

তিনি বলেন, ‘জুলাইয়ের দিনগুলোতে এবি পার্টি শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল, অন্যরাও পরে ধীরে ধীরে যুক্ত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ দিয়ে আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করেছি। জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার ফলেই সফল হয়েছে। তাই সকলের অবদানকেই স্বীকৃতি দিতে হবে, এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নাই।’

২০২৪-এর আজকের এই দিনে নিজের রিমান্ডে যাওয়ার স্মৃতিচারণ করে মঞ্জু বলেন, ‘আমরা অনেক কিছুই পাইনি, তবে আজ যে স্বাধীনভাবে কথা বলছি, লিখছি, বক্তব্য দিচ্ছি সেটা এই গণঅভ্যুত্থানের ফসল।’

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।

আরও বক্তব্য দেন লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর ও নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা।