Ovijatra
ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

তাঁবুর নিচে তিনদিন: ইবিতে রোভার স্কাউটের বিশেষ প্রশিক্ষণ শিবির

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উদ্বোধন ঘোষনার মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়েছে। যার সমাপ্তি হবে আগামী শুক্রবার (২২ আগস্ট)।

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ৭১ জন রোভার ও সহচর নিয়ে আয়োজিত তিনদিন ব্যাপী এ দীক্ষানুষ্ঠানে অংশগ্রহনকারীদের দঁড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা, আগুন জ্বালানো, রান্না, তথ্য-প্রযুক্তি, সমতল-পাহাড়ের প্রতিকুল পরিবেশে আত্মরক্ষাকৌশল ও স্কাউটের মৌলিক শরীরচর্চা ও কুচকাওয়াজের প্রশিক্ষণের ব্যবস্থা হয়। তিনদিনের এই প্রশিক্ষণ এবং শেষদিনের এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন যোগ দেয়া সহচররা রোভার বা সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবে ।

 

জানা যায়, আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আয়োজন শুরু হয়ে অংশগ্রহনকারীদের ৬টি উপদলে ভাগ করে দেয়া হয়। যেখানে একজন রোভারমেটের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট প্রতিটি উপদলের জন্য ভিন্ন ভিন্ন ৬টি তাঁবুর ব্যবস্থা করা হয়। তাঁবুগুলোর নামকরণ করা হয় স্কাউটের ৭ টি আইন: বিনয়ী, অনুগত, নির্মল, প্রফুল্ল, সদয় এবং । যার মধ্যে ছেলেদের ৪টি এবং মেয়েদের ২টি তাঁবু রয়েছে।

সাধারন সম্পাদক খন্দকার আবু সায়েম বলেন, রোভার স্কাউট গ্রুপ হলো লর্ড ব্যাডেন পাউয়েলের দেখানো এক যুব আন্দোলন, যেখানে তরুণ-যুবারা তাদের আত্মিক এবং শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিকুল পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে। তারই প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এই দীক্ষা ক্যম্পের আয়োজন করেছে যেখানে ক্যাম্পিংয়ের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে।

সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, “রোভার স্কাউট শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের সেবায় নিয়োজিত একটি পরিবার। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে নেতৃত্ব গড়ে তুলতে এবং মানবকল্যাণে কাজ করতে। আমার বিশ্বাস, প্রতিটি রোভার সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ দীক্ষানুষ্ঠান মূলত একজন মানুষ কীভাবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসঙ্গে কিছু কারিগরি শিক্ষা তাদের হাতেকলমে শেখানো হয় যাতে তারা বিশ্বের যে প্রান্তেই যাক না কেন কখনোই নিজেদের অযোগ্য মনে না করে। রোভার সদস্যা যেন দেশের যেকোনো ক্রান্তিকালে তাদের সবটুকু দিয়ে এগিয়ে আসে এজন্যই আমরা কাজ করছি। ”

 

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “এই তাবুবাস এর লক্ষ্য হলো যে সকল তরুণ-যুবক সেবার মনোভাব ও মনোভঙ্গী পোষণ করে, তাদেরকে দেশ গড়ার কাজ লাগানোর জন্য এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য যে ধরনের আত্মমর্যাদায় বলীয়ান নাগরিক প্রয়োজন সেই ধরনের নাগরিক হিসেবে তৈরী করা । এই লক্ষ্যকে সামনে রেখে সহচর ও সহচরীকে রোভারে রিক্রুট করার জন্য তিনদিনব্যপী এই দীক্ষাক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। এই তিনদিন তারা বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় এবং শেষদিনে তারা এক সাক্ষাৎকারের মাধ্যমে রোভারে অর্ন্তভুক্ত হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, স্কাউট মূলত দুটি লক্ষ্যে কাজ করে, আত্ম উন্নয়ন এবং সোসাইটিকে সার্ভিস প্রদান করা। আমরা সামনে এগিয়ে যেতে চাইলে নিজেদের ডেভেলপমেন্ট ঘটাতে হবে। আগামীর বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, এখানে শুধু যোগ্যরাই টিকে থাকবে। এ যোগ্যতা অর্জনের জন্য রোভার স্কাউট অনন্য ভূমিকা পালন করে। স্কাউটিং যারা করে তারা আধুনিক বিশ্বকে বুঝে। এডুকেশনের পাশাপাশি রোভাররা সব মানব বৈশিষ্ট্যকে ধারণ করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।