Ovijatra
ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বাবলু, সম্পাদক পিকাসু

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবলু মারমাকে সভাপতি, একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী পিকাসু চাকমাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংগঠনের সাবেক সভাপতি কাবিল চাকমা ও সাধারণ সম্পাদক পংকজ চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মংক্যচিং মারমা ও জসিংথুই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক চান্দাওয়াং মারমা, সাংগঠনিক সম্পাদক মন্টু চাকমা, অর্থ সম্পাদক নুমংসিং মারমা, দপ্তর সম্পাদক ইউনিট চাকমা শুভ্র, নারী বিষয়ক সম্পাদক ছায়া চাকমা, ক্রীড়া সম্পাদক, জয়ন্ত চাকমা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক, ছদক চাকমা। এছাড়াও সংগঠনের বাকি সকল সদস্যরা কার্যকরী সদস্য হিসেবে বিবেচিত।

নবনির্বাচিত সভাপতি বাবলু মারমা বলেন, নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং পুরাতন কমিটির কমিটির সকলের সাফল্য কামনা করছি। আমরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সূদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ক্যাম্পাসে এসেছি। জুম্ম ছাত্র কল্যাণ সমিতির আমাদের আরেকটি পরিবার। এই সংগঠনটির সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।