ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮৬ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় সংগঠনটি। এই কার্যক্রমের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট প্ল্যাটফর্মটি। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কারপন্থি অরাজনৈতিক সংগঠন বলে জানিয়েছেন তারা।

আবেদনে বলা হয়, আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হয়েছে। তাদের দাবি- পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বরাবর লিখিত আবেদন জমা ছিলেন। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, পঙ্কজ রায় ও মুবাশ্বির আমিন এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস স্পর্শ।

এস. এম. সুইট বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা-যাওয়া করেন বা শহরে টিউশনি ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন, তাদের বর্তমান শিডিউল অনুযায়ী ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের কাছে শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি, সার্ভিসটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের

প্রকাশিত ১০:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় সংগঠনটি। এই কার্যক্রমের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট প্ল্যাটফর্মটি। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কারপন্থি অরাজনৈতিক সংগঠন বলে জানিয়েছেন তারা।

আবেদনে বলা হয়, আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হয়েছে। তাদের দাবি- পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বরাবর লিখিত আবেদন জমা ছিলেন। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, পঙ্কজ রায় ও মুবাশ্বির আমিন এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস স্পর্শ।

এস. এম. সুইট বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা-যাওয়া করেন বা শহরে টিউশনি ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন, তাদের বর্তমান শিডিউল অনুযায়ী ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের কাছে শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি, সার্ভিসটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।