সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ম্যাটস মালম বলেন, ‘মহাবিশ্বের ভয়াবহ বাস্তবতার মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা এবং মনোমুগ্ধকর ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাকে এই সম্মান দেয়া হয়েছে।’
নোবেল পুরস্কারের পাশাপাশি আর্থিক পুরস্কারও পাবেন লাসজলো। এবারের নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন ডলার)।
সাহিত্যে পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুধোম, যিনি প্রথম এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া ১৯৪৯ সালে আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার উইলিয়াম ফকনার, ১৯৫৩ সালে ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, ২০০৬ সালে তুরস্কের ওরহান পামুক এবং ২০২৩ সালে নরওয়ের জন ফস।
এছাড়া গত বছর সাহিত্যে নোবেল পান দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, যিনি ১৮তম নারী হিসেবে নোবেল পান। ১৯০১ সাল থেকে সাহিত্য, বিজ্ঞান ও শান্তিতে কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
সূত্র: রয়টার্স






















