ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

সাজিদ হত্যার বিচার দাবিতে রিমাইন্ডার বোর্ড স্থাপন করে অভিনব প্রতিবাদ শিক্ষার্থীদের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধারের ৯০ দিন হয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত ও তদন্তের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় দিন গণনা বোর্ড স্থাপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিন গণনা বোর্ডটি স্থাপন করে তারা। এসময় উদ্যোক্তাদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই হত্যাকাণ্ডের ৯০ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের কোন অগ্রগতি দেখাতে পারেনি। এখানে তারা ব্যর্থ হয়েছে। সাজিদের খুনিদের যখন গ্রেফতার করা হবে তখনই আমরা প্রশাসনকে সফল বলবো। আমরা সাজিদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থী সকলে ই যার যার জায়গা থেকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ- পুলিশ প্রশাসন যেন খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সামনে নিয়ে আসে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বের করে নিয়ে আসা এবং বিচারে নিশ্চিত করার। আর তদন্তের ব্যাপারে আমাদের আপডেট দেওয়ার, দুই চার দিন পর পর আমাদের আপডেট দেওয়া তাহলে আমরা মানসিকভাবে স্বস্তি পায় এবং বুঝতে পারি যে আপনারা কাজ করছেন।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, ৯০ দিন অতিক্রম হয়ে গেলেও প্রশাসন এখনো কোন খোঁজ খবর পাননি। আজকের এই অভিনব প্রতিবাদটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ‘এরপর আর কেউ টার্গেটে আছে কি-না’? এটা আমাদের নিরাপত্তার প্রশ্ন। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এটি যেন আমাদের ভাবিয়ে তোলে, আমরা সাজিদ হত্যার বিচার হওয়া দরকার বলে মনে করি।

ইবি শিক্ষার্থী বুরহান উদ্দিন বলেন, জুলাই মাসের ১৭ তারিখে সাজিদের লাশ আমরা পুকুরে পাই। পরবর্তীতে ডাক্তারের মেডিক্যাল রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি। আজ তার ৯০তম দিন। কিন্তু দুঃখের বিষয় যে, নব্বই দিন হয়ে গেলেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং যত দিন যাচ্ছে, আমরা দেখছি যে সাজিদ হত্যার ইস্যুটা ধামাচাপা পড়ে যাচ্ছে।

ইবি শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, আজকে এমন একটি বোর্ড প্রদর্শন করা হয়েছে যে বোর্ডটি আমাদেরকে দেখাচ্ছে সাজিদ হত্যার ইস্যুটা কতটা বিলম্বিত হচ্ছে। এই সতর্কতা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, তা ঠিক কতদিন পর্যন্ত ভুগবো? কতদিন পর সাজিদের এই হত্যার ব্যাপারটা সবার সামনে আসবে? কতদিন পর আমরা বিচার পাব? এ সংশয় থেকেই আজকে আমাদের এই কার্যক্রম।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর লাশ ভেসে উঠে। সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয় ভিসেরা রিপোর্টে। বর্তমানে এই মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

সাজিদ হত্যার বিচার দাবিতে রিমাইন্ডার বোর্ড স্থাপন করে অভিনব প্রতিবাদ শিক্ষার্থীদের

প্রকাশিত ০৭:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধারের ৯০ দিন হয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত ও তদন্তের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় দিন গণনা বোর্ড স্থাপন করে অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিন গণনা বোর্ডটি স্থাপন করে তারা। এসময় উদ্যোক্তাদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই হত্যাকাণ্ডের ৯০ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের কোন অগ্রগতি দেখাতে পারেনি। এখানে তারা ব্যর্থ হয়েছে। সাজিদের খুনিদের যখন গ্রেফতার করা হবে তখনই আমরা প্রশাসনকে সফল বলবো। আমরা সাজিদের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থী সকলে ই যার যার জায়গা থেকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ- পুলিশ প্রশাসন যেন খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সামনে নিয়ে আসে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বের করে নিয়ে আসা এবং বিচারে নিশ্চিত করার। আর তদন্তের ব্যাপারে আমাদের আপডেট দেওয়ার, দুই চার দিন পর পর আমাদের আপডেট দেওয়া তাহলে আমরা মানসিকভাবে স্বস্তি পায় এবং বুঝতে পারি যে আপনারা কাজ করছেন।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, ৯০ দিন অতিক্রম হয়ে গেলেও প্রশাসন এখনো কোন খোঁজ খবর পাননি। আজকের এই অভিনব প্রতিবাদটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ‘এরপর আর কেউ টার্গেটে আছে কি-না’? এটা আমাদের নিরাপত্তার প্রশ্ন। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এটি যেন আমাদের ভাবিয়ে তোলে, আমরা সাজিদ হত্যার বিচার হওয়া দরকার বলে মনে করি।

ইবি শিক্ষার্থী বুরহান উদ্দিন বলেন, জুলাই মাসের ১৭ তারিখে সাজিদের লাশ আমরা পুকুরে পাই। পরবর্তীতে ডাক্তারের মেডিক্যাল রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি। আজ তার ৯০তম দিন। কিন্তু দুঃখের বিষয় যে, নব্বই দিন হয়ে গেলেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং যত দিন যাচ্ছে, আমরা দেখছি যে সাজিদ হত্যার ইস্যুটা ধামাচাপা পড়ে যাচ্ছে।

ইবি শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, আজকে এমন একটি বোর্ড প্রদর্শন করা হয়েছে যে বোর্ডটি আমাদেরকে দেখাচ্ছে সাজিদ হত্যার ইস্যুটা কতটা বিলম্বিত হচ্ছে। এই সতর্কতা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, তা ঠিক কতদিন পর্যন্ত ভুগবো? কতদিন পর সাজিদের এই হত্যার ব্যাপারটা সবার সামনে আসবে? কতদিন পর আমরা বিচার পাব? এ সংশয় থেকেই আজকে আমাদের এই কার্যক্রম।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর লাশ ভেসে উঠে। সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয় ভিসেরা রিপোর্টে। বর্তমানে এই মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন।